র‌্যাব মহাপরিচালক : নাশকতার তথ্য নেই তবুও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি

আগের সংবাদ

বাংলাদেশের গর্ব, বিশ্বের বিস্ময় : জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যেভাবে ডানা মেলল স্বপ্নের পদ্মা

পরের সংবাদ

কেরানীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুজন আটক

প্রকাশিত: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় লরিতে করে মাদকদ্রব্য পরিবহনের সময় দুজনকে ছয় লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত লরিটি জব্দ করা হয়েছে। গত বুধবার রাত দুটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- খোরশেদ আলম (৩৫) ও মো. মাছুম (২০)। জানা যায়, গত বুধবার রাত দুটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়িটি থামিয়ে তল্লাশি করে মাদক জব্দ করা হয়। মাদক কারবারিরা সীমান্তবর্তী এলাকা থেকে এনে মহানগরীতে প্রবেশের চেষ্টা করছিল। র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়