র‌্যাব মহাপরিচালক : নাশকতার তথ্য নেই তবুও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি

আগের সংবাদ

বাংলাদেশের গর্ব, বিশ্বের বিস্ময় : জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যেভাবে ডানা মেলল স্বপ্নের পদ্মা

পরের সংবাদ

ও নদীরে পদ্মা নদীরে

প্রকাশিত: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নদী আমার নদী
পদ্মা আমার নদী
আমার মায়ের দুধের নহর
পদ্মা নিরবধি
তোমার বুকে মুখ লুকিয়ে
আছি আপন নীড়ে
ও নদীরে, পদ্মা নদীরে
হিমালয়ের হিমবাহ
গঙ্গোত্রীর ধারা,
বুক থেকে তার মা-গঙ্গা
ছুটলো পাগলপারা,
ছুটতে ছুটতে দুই তনয়া
পদ্মা ভাগীরথী,
দুদিকে তার দুই মোহনা
এক সাগরে যতি-
নদী আমার নদী
পদ্মা আমার নদী
বাংলা মায়ের দুধের নহর
বইছে নিরবধি
ও নদীরে, পদ্মা নদী রে
ঢেউ থইথই অথই জলে
অপার ডুবসাঁতার
একূল ওকূল দুকূল ভাসে
ভাসে নদীর পাড়
ঘাটের পরে ঘাট পেরিয়ে
খেয়া পারাপার,
স্বপ্নপথেই স্বপ্ন সেতু
সত্য হলো যদি…
নদী আমার নদী
জলেস্থলে সুখে দুঃখে
আছি আপন নীড়ে
ও নদীরে, পদ্মা নদীরে
ফেরির সঙ্গে ফেরি জুড়ে
ফেরি পারাপার
মানুষ পাখি নৌকার পাল
উধাও চিৎসাঁতার
বঙ্গবন্ধুর বাংলাদেশে
সোনার তরী ভাসে
শেখ হাসিনার সোনার বাংলায়
পদ্মা সেতু হাসে
হাজার ডানার পাখপাখালি
উড়ছে তীরে তীরে
ও নদীরে, পদ্মা নদীরে
কল্পনাকে হার মানালো
যখন বাস্তবতা,
অবশেষে সত্য হলো
যখন স্বপ্নকথা
সোনার দেশের সোনার মানুষ
সোনার সেতু ধরি
আসা-যাওয়ার পথে পথে
কুড়ায় সোনার কড়ি
আলোর দেশে আলোর সেতু
হাসছে আঁধার চিরে
ও নদীরে, পদ্মা নদীরে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়