র‌্যাব মহাপরিচালক : নাশকতার তথ্য নেই তবুও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি

আগের সংবাদ

বাংলাদেশের গর্ব, বিশ্বের বিস্ময় : জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যেভাবে ডানা মেলল স্বপ্নের পদ্মা

পরের সংবাদ

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নিহত

প্রকাশিত: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : উখিয়ার বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যার পর বালুখালী মধুরছড়া এলাকার ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শাহ (৪২) বালুখালী মধুরছড়া ১৭নং ক্যাম্পের মৃত আব্দুল আলীর ছেলে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।
নিহত মোহাম্মদ শাহর স্ত্রী সাজেদা বেগম বলেন, বাড়িতে নেটওয়ার্ক না থাকার কারণে মোবাইলে কথা বলতে বাড়ি থেকে বের হয়ে পাশের দোকানে যান মোহাম্মদ শাহ। এ সময় হঠাৎ কয়েক জন অপরিচিত লোক এসে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়