র‌্যাব মহাপরিচালক : নাশকতার তথ্য নেই তবুও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি

আগের সংবাদ

বাংলাদেশের গর্ব, বিশ্বের বিস্ময় : জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যেভাবে ডানা মেলল স্বপ্নের পদ্মা

পরের সংবাদ

ঈর্ষাবাণী নিন্দাধ্বনি

প্রকাশিত: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বদলে ফেলেছি চাঁনতারা, সবুজ জমিনের আলখাল্লা
সম্মোহনের বিদ্যুৎমাখা শরীর দেখিয়েছি, খুলে রেখেছি
রুপালি জরির মুখোশ, সুন্দর মুখাবয়ব
লাবণ্যে ভরা সোনার গতর, ভরাট যৌবন

তখন আমি ছিলাম নির্বোধ নিরক্ষরের স্বর্গে
সুদূর আরব সাগরের লোনা পানির মন্ত্রণায়
সাদাসিধে মানুষের দেশের দুয়োরানি
পরিণতির কথা না ভেবে দেশকে তুলেছি
অদ্ভুত উটের পিঠে, অদৃশ্য পুণ্যশ্লোকে
উদভ্রান্ত সম্ভোগে শত্রæদের পাতের পরমান্ন
সহবাসের পালঙ্কে মেতেছি পাশাখেলায়

আমার জারজ স্বপ্ন, ভণ্ড রাজকুমারের পালায়
জলপাই গ্রামে সাজিয়েছি বৃহৎ অট্টালিকা, সুবর্ণ কামধেনু
শরীর আমার খুবলে খেতো প্রহরী সাতজন
পূর্ণচন্দ্রের অসীম প্লাবণে সব পথে নেমে এলো অন্ধকার
জানতে পারিনি মানুষের হাতে ছিল আগুনের কাঠি
আবির মাখানো লড়াইয়ের হিমেল তরবারি
গল্পের রঙিন মলাটে অবিশ্বাসের তীব্র আওয়াজ

একবারও বুঝতে পারিনি
দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, বিজয় উৎসবের আনন্দ ধারাপাত
মানুষের পরাণমাখা, স্বপ্ন ভরা সম্মিলনের আর্তনাদ
পদ্মার দুকূলব্যাপী নকশিকাঁথায় হৃদয়ের ঘ্রাণ

অবলীলায় মিথ্যা বলেছি
নিন্দায় মশগুল কাফন বিছিয়েছি
কত ওয়াক্ত রাক্ষসের তাঁবুতে সার্কাস দেখেছি
মানুষকে বুঝিয়েছি ধর্মের কলের আজগুবি মন্ত্র
রাজপুত্রের জন্য রক্ষাকবচকুণ্ডল তুলে রেখেছি কঠিন সিন্দুকে

চিরপ্রণম্য অগ্নিকে সাক্ষী রেখে বলছি
আমার পরাণ জুড়ে কালিমালিপ্ত ঈর্ষা
আজ চতুর্দিক উদ্ভাসিত আলোয় ভরা পদ্মাকে দেখে
বুকে বাজে হিংসাধ্বনি, চামুণ্ডার কূটকচালি
লুটোপুটি ছেলেখেলা সাজাই আপন মনে, নিভৃতে
দুর্যোধনের মতো ভগ্নজানু নিয়ে পড়ে আছি
পরমায়ু দুয়ারে কড়া নাড়ে, সঙ্গদোষে সৎসঙ্গের বিরোধ করি
ধার্মিক ও পুরোহিতের যাঁতাকলে পিষে মরি

লোকালয়ে মানুষের গান, সুবর্ণ সময়ে জয়ের উল্লাস
পদ্মার অপরূপ কাব্যকথায় যেন এক চিরন্তনী আখ্যান…

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়