গ্রেপ্তার ৪ ডাকাত : বন্যার কারণে বেড়ে যেতে পারে ডাকাতি আশঙ্কা পুলিশের

আগের সংবাদ

আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পরের সংবাদ

সিলেটে করোনায় চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: জুন ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সিলেট ব্যুরো : সিলেটে প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবলে প্রাণ গেল আরেক চিকিৎসকের। গত সোমবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. শামসুর রহমান (ময়না) মারা যান। মৃত্যুর পর তার দেহ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার পর জানা যায় তিনি করোনায় সংক্রমিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. শামসুর রহমানের স্ত্রীও করোনা পজিটিভ। তার পরিবারের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. শামসুর রহমান করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার মারা গেছেন। নমুনা পরীক্ষায় গত মঙ্গলবার তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। পরে করোনাকালীন নিয়ম মেনে তার দাফন সম্পন্ন হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়