গ্রেপ্তার ৪ ডাকাত : বন্যার কারণে বেড়ে যেতে পারে ডাকাতি আশঙ্কা পুলিশের

আগের সংবাদ

আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পরের সংবাদ

আগ্রহের শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস

প্রকাশিত: জুন ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৩টির বা ৫০.৫২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩.৫০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের ৯.৭৬ শতাংশ, সোনালী পেপারসের ৮.৫৯ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৬.৭৬ শতাংশ, ফাইন ফুডসের ৫.২৭ শতাংশ, ইনটেকের ৪.৬০ শতাংশ, মিরাকলের ৪.৫৬ শতাংশ, আইসিবি এএমসিএল ফাস্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৪.৩৯ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৩.৭৫ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইলের দর ৩.৫৮ শতাংশ বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়