দৈনিক ওঠানামার মধ্যেই বাড়ছে ডেঙ্গু রোগী

আগের সংবাদ

জনগণের সাহসেই পদ্মা সেতু : বন্যার দুর্ভোগ ও ক্ষতি কমাতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে সরকার > বিএনপির নেতা কে? সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জুন ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সেমিনার

মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ক্রাইম, ভিক্টিমস এবং জাস্টিস’ শীর্ষক জাতীয় সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। বিভাগের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুল হক। সভাপতিত্ব করেন ওই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক।

বর্ধিত সভা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজীজ। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কাজী আবুল কালাম, গৌতম রায়, এড. নাঈম মো. বশির, এড. উত্তম কর্মকার প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. ইকবাল মাহামুদ লিটন। সভায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মশালা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামানের সভাপতিত্বে ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মেহেদী হাসান। এছাড়া কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মানজুর-ই-এলাহী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত প্রমুখ।

কৃষি প্রযুক্তিমেলা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে গত সোমবার মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মণ্ডল ও রাজিনারা আক্তার টুনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রাজেস প্রসাদ, উপজেলা প্রকৌশলী ওয়ালী উললাহ্ সেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়াজ কাযমীর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান প্রমুখ। মেলায় জনসাধারণকে কৃষিতে উদ্বুদ্ধকরণের জন্য ৮টি স্টল বসেছে।

উদ্বুদ্ধকরণ সভা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গত সোমবার দুপুরে আসন্ন কুরবানি উপলক্ষে ইমাম, কসাই, খামারি, বেপারি, চামড়া ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের মাঝে প্রচারণা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা প্রাণিসম্পদ দপ্তর এ সভার আয়োজন করে। সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্র্তা ডা. হাদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর ইউপি চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন প্রমুখ।

মাদক ব্যবসায়ী আটক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : ৩৪ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের সিপাইপাড়াস্থ এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করে। আটককৃতরা হলো- উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ঝাঁকুয়াপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫) ও পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার শের আলীর ছেলে মো. কাহিন ইসলাম (২৩)। বোদা থানার ওসি মো. আবু সাঈদ চৌধুরী ৩৪ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয় নিশ্চিত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়