দৈনিক ওঠানামার মধ্যেই বাড়ছে ডেঙ্গু রোগী

আগের সংবাদ

জনগণের সাহসেই পদ্মা সেতু : বন্যার দুর্ভোগ ও ক্ষতি কমাতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে সরকার > বিএনপির নেতা কে? সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

পরের সংবাদ

বিশ্বকাপে সেরাটা দিতে প্রস্তুত মার্টিনেজ

প্রকাশিত: জুন ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আর কয়েক মাস পরই শুরু হবে কাতার বিশ্বকাপ। এ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে কাজ করছে বাড়তি উদ্দীপনা। দলগুলো নিজেদের মতো গুছিয়ে নিচ্ছে। সেরাটা দিয়ে বিশ্বকাপ নিজেদের করে নেয়ার লক্ষ্য তাদের। এদিকে কাতার বিশ্বকাপে সেরা হওয়ার কথা জানিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সেরা হওয়ার লক্ষ্যে তিনি এমনভাবে নিজেকে প্রস্তুতি করবেন যেমনটা আগে কখনো করেননি। অর্থাৎ জীবনের সেরা প্রস্তুতি নিয়েই এবারের বিশ্বকাপে নীল-সাদাদের গোল পোস্ট সামলাবেন তিনি। উল্লেখ্য, গত কোপা আমেরিকায় সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন মার্টিনেজ। এছাড়া এ বছর ইউরোপ ও আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই ফিনালিসিমাতে ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়েছে মুকুট জিতেছে আর্জেন্টিনা। এ জয় দলকে আরো উজ্জীবিত করেছে বলে মনে করেন মার্টিনেজ। তিনি বলেন, ‘যখন আমরা দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসেছিলাম, তখন লোকে বলেছিল যে, আমাদের ইউরোপীয় প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। আমরা এরপর ইতালির বিপক্ষে খেললাম, যারা ইউরোপের চ্যাম্পিয়ন, যেভাবে আমরা তাদের হারিয়েছি, সেটা আমাদের আরো বেশি উজ্জীবিত করে তুলেছে।’ আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা মেসি। দলে তার অন্তর্ভুক্তিকে বিশ্বকাপে বাড়তি সুবিধা হিসেবে মনে করেন তিনি। তার ভাষ্য, ‘আর্জেন্টিনা ফুটবলটা বেশ ভালো খেলে, আমরা সবাই প্রায় কাছাকাছি মানের। তবে আমাদের দলে একজন লিওনেল মেসি আছে, যে পার্থক্য গড়ে দেয়। যার ফলে আমাদের কোনো দুর্বলতা নেই।’ আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি দলকে অপরাজিত রেখেছেন টানা তিন বছর ধরে। তার নেতৃত্বে কোপা আমেরকিা ও ফিনালিসিমা জিতে মেসি-দিবালারা। তাকে প্রশংসায় ভাসিয়েছেন মার্টিনেজ, ‘তিনি যা করেছেন, বিশ্বের খুব কম কোচই আছেন যারা এমন কিছু করতে পারেন।’
এদিকে ক্লাব ফুটবলে নিজেদের সেরা পারফরম্যান্স দিয়েছে ব্রাজিলের ফুটবলাররা। ২০২১-২২ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলেছেন ব্রাজিলের তরুণ প্রতিভা ভিনিসিয়াস জুনিয়র। রিয়ালের লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে দারুণ ভূমিকা ছিল তার। কিন্তু চোটের কারণে অনিয়মিত দলের অন্যতম সেরা ফুটবলার নেইমার। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে ভিনিসিয়াস নেইমারকে টপকে যাচ্ছেন কিনা। এমন ধারণায় নেইমারকে ভিনিসিয়াসের চেয়ে এগিয়ে রাখছেন কোচ তিতে। দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেইমার তো নেইমারই। সে আমার সবচেয়ে বড় তারকা। এখন পার্থক্য হলো, তার আশপাশে তারকা হওয়ার কাছাকাছি থাকা কিছু খেলোয়াড় আছে যারা জ্বলে উঠতে পারে।’ তিনি আরো বলেন, ‘নেইমারের ক্ষেত্রে বড় ব্যাপার হলো, সে এই তরুণদের উন্নতির ধারাটা বোঝে। সে ছেলেদের একটি পর্যায়ে যেতে উৎসাহিত করে। সময় আর অভিজ্ঞতার সঙ্গে মানুষের এই পরিণতিবোধ আসে।’
এদিকে কাতার বিশ্বকপে কড়াকড়ি অবস্থানে কর্তৃপক্ষ। সবশেষ দুই বিশ্বকাপ অর্থাৎ ব্রাজিল আর রাশিয়ার ফুটবলের মহাযজ্ঞকে ঘিরে লক্ষাধিক যৌনকর্মী ছিলেন ভেন্যুর আশপাশে, দেশ দুটোর পথেঘাটে। কিন্তু তার পুনরাবৃত্তি হচ্ছে না এবারের কাতার বিশ্বকাপে। কর্তৃপক্ষ জানিয়েছে বিশ্বকাপে কেউ বিবাহবহির্ভূত যৌনতায় জড়ালে, পার্টি করলে, মাদক নিলে কিংবা সমকামিতার কারণে ৭ বছরের জেল-জরিমানা হতে পারে। পুলিশের এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘স্বামী-স্ত্রী জুটি না হলে বিশ্বকাপ দেখতে এসে যৌন সম্পর্ক গড়া যাবে না। এবারের আসরে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ থাকবে না। কোনো পার্টি করা যাবে না। নিয়ম না মানলে জেল হতে পারে।
বিশ্বকাপে প্রথমবার এভাবে যৌনমিলন নিষিদ্ধ করা হচ্ছে। সমর্থকদের তাই খুব সতর্ক থাকতে হবে।’ ফিফা অবশ্য জানিয়েছিল, ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে এই প্রতিযোগিতায় আমন্ত্রিত সবাই। তবে কাতারের বিরুদ্ধে অভিযোগ আছে, ফিফার এই আমন্ত্রণের তোয়াক্কা করছে না দেশটি, দেশটিতে যাওয়ার অনুমতি পাচ্ছেন না সমকামী-রূপান্তরকামীরা।
বিশ্বকাপের এবারের আসরের গ্রুপ নির্বাচন, সময়সূচি, আনুষ্ঠানিকতা সবই চূড়ান্ত হয়ে গেছে। ৩২ দল নির্ধারিত হয়েছে কয়েকদিন আগে। এ গ্রুপে স্বাগতিক কাতারের সঙ্গে আছে নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর। গ্রুপ বি’র চারটি দল হলো ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস। সি গ্রুপের অন্যতম ফেভারিট লিওনেল মেসির আর্জেন্টিনা খেলবে মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরবের বিপক্ষে। ডি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে আছে ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া। গ্রুপ ই এর চারটি দল স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা। এফ গ্রুপে খেলবে বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডা। জি গ্রুপে বর্তমান ফুটবল র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ব্রাজিল খেলবে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুনের বিপক্ষে। সর্বশেষ এইচ গ্রুপে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের সঙ্গে অন্য তিন দল উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা। এবারের কাতার বিশ্বকাপে এশিয়া মহাদেশ থেকে ছয়টি দল অংশ নিচ্ছে। ইরান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও জাপান। এএফপি বিশ্বকাপ বাছাই পর্ব খেলে মূল পর্বে জায়গা পেয়েছে। স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ খেলবে কাতার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়