বন্যায় উদ্ধার ও ত্রাণ : সরকারের উদাসীনতার তীব্র নিন্দা ও ক্ষোভ বাম জোটের

আগের সংবাদ

ত্রাণ পৌঁছেনি প্রত্যন্ত জনপদে : এখনো পানিবন্দি লাখ লাখ মানুষ, সিলেট বিভাগে বন্যায় ২২ জনের মৃত্যু

পরের সংবাদ

পদ্মা সেতু নিয়ে সিনেমা

প্রকাশিত: জুন ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : বাংলার মানুষের স্বপ্নের পদ্মা সেতু কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যাত্রা করছে। শুভ উদ্বোধনের অপেক্ষা মাত্র। এ মুহূর্তে পদ্মা সেতু নিয়ে সবার মধ্যেই দেখা যাচ্ছে আগ্রহ। ঐতিহাসিক এই সেতু নিয়ে নির্মিত হচ্ছে নাটক, গান। এবার তৈরি হলো একটি সিনেমাও। ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ নামে সিনেমাটি নির্মাণ করেছেন আলী আজাদ। ছবিটির চিত্রায়ন সম্প্রতি সম্পন্ন হয়েছে। বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। এ মাসের মধ্যে সেন্সরে জমা পড়বে বলে তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। “পদ্মা সেতু আমাদের গর্বের সম্পদ, অহংকারের নিদর্শন। এ সেতু আমাদের মর্যাদার প্রতীক, আত্মসম্মানের প্রতীক, কারো কাছে মাথা নত না করে মাথা উঁচু করার প্রতীক, সক্ষমতার প্রতীক, উন্নয়নের প্রতীক এবং সর্বোপরি আমরা পারি তা প্রমাণের প্রতীক। এ কাহিনীই উঠে এসেছে চলচ্চিত্র ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’র গল্পে”- যোগ করেন পরিচালক। তিনিই ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন। পুরো চলচ্চিত্রের শুটিং হয়েছে পদ্মা সেতু সংলগ্ন এলাকার মধ্যেই। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন, অলিভিয়া মাইশা, রায়হান মুজিব, হিমেল রাজ, খুকু, আনোয়ার সিরাজী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়