বন্যায় উদ্ধার ও ত্রাণ : সরকারের উদাসীনতার তীব্র নিন্দা ও ক্ষোভ বাম জোটের

আগের সংবাদ

ত্রাণ পৌঁছেনি প্রত্যন্ত জনপদে : এখনো পানিবন্দি লাখ লাখ মানুষ, সিলেট বিভাগে বন্যায় ২২ জনের মৃত্যু

পরের সংবাদ

চট্টগ্রামে দিনদুপুরে বাসে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ : গ্রেপ্তার ৪

প্রকাশিত: জুন ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : নগরীতে দিনদুপুরে যাত্রীবাহী বাসে দরজা বন্ধ করে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার তাৎক্ষণিকভাবে একজনকে এবং পরে রাত ২টার দিকে হাটহাজারীর বাসস্ট্যান্ড ও ফটিকছড়ি এলাকা থেকে আরো তিন পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে রবিবার দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- বাসের চালক নুরুল আলম (৩০), চালকের সহকারী রবিউল (২৩) ও সুপারভাইজার রাজু (২৬) এবং অন্য বাসের চালকের সহকারী মো. শাহজাহান (২২)।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, আনুমানিক ৩৩ বছর বয়সি এক গৃহবধূ আদালতে যাওয়ার জন্য বাস ধরতে গত রবিবার দুপুরে অক্সিজেন এলাকায় গিয়েছিলেন। সেখানে চার পরিবহন শ্রমিক মিলে ওই নারীকে একটি বাসে তোলেন এবং সেখানে তার ওপর নির্যাতন চালানো হয়। ভুক্তভোগী ওই নারী বাস থেকে নেমে অক্সিজেন ট্রাফিক বক্সে গিয়ে বিষয়টি জানানোর পর দায়িত্বরত সার্জেন্ট ও ট্রাফিক সদস্যরা গিয়ে বাসস্ট্যান্ড থেকে শাহজাহানকে আটক করে। পরে রাতে হাটহাজারী থেকে বাসচালক নুরুল আলম এবং ফটিকছড়ি থেকে রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় আরেক বাস শ্রমিক রাজুকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী ওই নারী মামলায় অভিযোগ করেন, বাসে করে আদালতে যাওয়ার জন্য তিনি চাচার বাসা থেকে রিকশায় অক্সিজেন মোড়ে যান। নাজিরহাট রুটের একটি বাসের চালকসহ কয়েকজন এসে তার গন্তব্য জানতে চান। তিনি কোর্ট বিল্ডিংয়ে যাওয়ার কথা বললে আসামিরা তাকে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে (চট্টমেট্রো-জ-১১-০১৬৯) তোলেন। বাসে ওঠার পর চালক গাড়ি অক্সিজেন রেললাইনের এক পাশে নিয়ে যায়। সেখানে দরজা আটকে হেলপার রবিউল ও সুপারভাইজার রাজু মিলে তাকে ধর্ষণ করে। পরে শাহজাহানের সহযোগিতায় চালক নুরুল আলমও ধর্ষণ করে বলে ওই নারীর অভিযোগ।
ওসি কামরুজ্জামান বলেন, আটক করা বাসটি অক্সিজেন-নাজিরহাট রুটের। যাত্রার সিরিয়াল নেয়ার জন্য সেটি স্ট্যান্ডে অপেক্ষা করছিল। কিন্তু তারা ওই নারীকে দেখে সেখানে তুলে ধর্ষণ করে। পরে বাস এনে স্ট্যান্ডে রাখে। ওই নারী ধর্ষণের ঘটনাটি জানানোর সঙ্গে সঙ্গে স্ট্যান্ডে গিয়ে শাহজাহানকে আটক করে পুলিশ। তখন বাসচালক নুরুল আলম, সহকারী রবিউল ও সুপারভাইজার অন্য একটি বাসে করে অক্সিজেন থেকে চলে যায়। এ ঘটনায় ওই নারীর করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়