বন্যায় উদ্ধার ও ত্রাণ : সরকারের উদাসীনতার তীব্র নিন্দা ও ক্ষোভ বাম জোটের

আগের সংবাদ

ত্রাণ পৌঁছেনি প্রত্যন্ত জনপদে : এখনো পানিবন্দি লাখ লাখ মানুষ, সিলেট বিভাগে বন্যায় ২২ জনের মৃত্যু

পরের সংবাদ

গর্বিত তাপসী পান্নু

প্রকাশিত: জুন ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : দুই দশক আগেও ভারতে নারী ক্রিকেটের চেহারা ছিল অন্যরকম। সেই স্ট্রাগলের কাহিনী এবার উঠে আসবে পর্দায় ‘শাবাশ মিঠু’ সিনেমার মাধ্যমে। সিনেমাটি গড়ে উঠেছে ভারতীয় নারী ক্রিকেট দলের সদ্য অবসরে যাওয়া তারকা মিতালি রাজের জীবনের ঘটনা নিয়ে। গত সোমবার প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেইলার। এর নাম ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু। সিনেমাটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। ৮ জুন অবসরে গেছেন তিনি। নারী ক্রিকেট দলে মিতালির অবদান অনেক। পরপর সাতটি অর্ধশত রান করার রেকর্ড রয়েছে তার, একমাত্র নারী ক্রিকেটার হিসেবে ওডিআইতে ৬ হাজার রান অতিক্রম করেছেন মিতালি। চারটি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ছোট থেকে কীভাবে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে গেছেন মিতালি, তা-ই এবার উঠে আসবে সিনেমায়, ট্রেইলারে তার ঝলক দেখা গেছে। ট্রেইলারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তাপসী লেখেন, ‘তিনি ইতিহাস তৈরি করেছেন, আমি গর্বিত সেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরে।’ তাপসী ছাড়াও এই ছবিতে রয়েছেন মুমতাজ সরকার এবং বিজয় রাজ। ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে মুমতাজকে। ২০১৯ সালের ডিসেম্বরে মিতালি রাজের জন্মদিনে সিনেমাটির ঘোষণা এসেছিল। ১৫ জুলাই মুক্তি পেতে যাচ্ছে ‘শাবাশ মিঠু’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়