মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪

আগের সংবাদ

উদ্ধারের অপেক্ষা আর ত্রাণের আকুতি : পানিবন্দি লাখ লাখ মানুষ > ভেসে উঠছে বানভাসি মানুষের লাশ > এখনই সচল হচ্ছে না ওসমানী বিমানবন্দর

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জুন ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নির্বাচন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উৎসবমুখর পরিবেশে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে ৪৮১ জন অভিভাবক সদস্য ভোট দেন। সাতৈর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল হাসান মোল্যাসহ তার সমর্থিত পূর্ণ প্যানেল জয়লাভ করে। বিজয়ী অভিভাবক সদস্যরা হলেন মো. আবুল হাসান মোল্যা, (প্রাপ্ত ভোট ২৫৩), মো. রফিকুল ইসলাম (১৮০ ভোট), মো. শাহিন মোল্যা (১৯৪ ভোট), মো. সাখাওয়াত হোসেন (২৬৯ ভোট)। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে ৩১৯ ভোট পেয়ে জামিলা আক্তার নির্বাচিত হয়েছেন।

প্রস্তুতিমূলক সভা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : কাপ্তাই উপজেলা পরিষদের সভাকক্ষ কিন্নরীতে গতকাল রবিবার পাহাড়ধস, ভূমিধস, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সামছুল আলম চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ওমর ফারুক রনি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহীন আলম প্রমুখ।

সিডার মেশিন বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : রাণীনগর উপজেলা পরিষদ চত্বরে গতকাল রবিবার ৪ কৃষকের মাঝে ৪টি সিডার মেশিন বিতরণ করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরের উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০ ভাগ ভর্তুকিমূল্যে উপজেলার সদর রাণীনগর বাজারের কৃষক জালালকে ১টি, সিঙ্গারপাড়া গ্রামের কৃষক মোস্তাক আহম্মেদকে ১টি, রাতোয়াল গ্রামের কৃষক কোয়েল সরদারকে ১টি ও সফিকপুর গ্রামের কৃষক আল আমিনকে ১টি সিডার মেশিন দেয়া হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম প্রমুখ।

কর্মশালা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা শহীদ কমরেড শেখ আব্দুল মজিদ মিলনায়তনে গতকাল রবিবার খাসজমি ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সেলিম আক্তার স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ইউপি সদস্য খান আবু বকর, উত্তরণ প্রতিনিধি প্রোগ্রাম অফিসার মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

সংবর্ধনা

পাবনা প্রতিনিধি : প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রবিবার স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ সাব-চ্যাপ্টার, পাবনার আয়োজনে শহীদ এডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের ক্রিকেট ইনডোরে এই সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। আরো বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ সাব-চ্যাপ্টার, পাবনার সহসভাপতি সোহানী হোসেন, সহসভাপতি শরিফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

সেমিনার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : ক্ষেতলালে উপজেলা সমাজসেবার আয়োজনে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় জিটুপি পদ্ধতিতে ভাতা প্রদান : সমস্যা চ্যালেঞ্জ ও সম্ভাবনাবিষয়ক সেমিনার উপজেলা সমাজসেবা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় উপজেলা সমাজসেবা হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবার উপপরিচালক ইমাম হাসিম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়