মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪

আগের সংবাদ

উদ্ধারের অপেক্ষা আর ত্রাণের আকুতি : পানিবন্দি লাখ লাখ মানুষ > ভেসে উঠছে বানভাসি মানুষের লাশ > এখনই সচল হচ্ছে না ওসমানী বিমানবন্দর

পরের সংবাদ

রাজশাহীতে আজ প্রফেসর মোসলেম আলীর স্মরণ সভা

প্রকাশিত: জুন ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক মোসলেম আলীর বর্ণাঢ্য জীবন নিয়ে রাজশাহী কলেজ মিলনায়তনে আজ বিকাল ৪.৩০টায় স্মরণ সভার আয়োজন করা হয়েছে। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী আওয়ামী লীগের সহসভাপতি, সমাজসেবী শাহীন আক্তার রেনী। বিজ্ঞপ্তি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী শিক্ষাবিদ ডা. লিয়াকত আলী, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রবেন্দ্র রিসার্চ মিউজিয়ামের পরিচালক প্রফেসর ড. এ আর এম আব্দুল মজিদ, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক অধ্যাপক নুরুল আমিন প্রামাণিক এবং রাজশাহী কলেজের সাবেক অধ্যাপক মো. হাবিবুর রহমান।
উল্লখ্য, অধ্যাপক মোসলেম আলী ২০২১ সালের ১৬ এপ্রিল মারা যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়