মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪

আগের সংবাদ

উদ্ধারের অপেক্ষা আর ত্রাণের আকুতি : পানিবন্দি লাখ লাখ মানুষ > ভেসে উঠছে বানভাসি মানুষের লাশ > এখনই সচল হচ্ছে না ওসমানী বিমানবন্দর

পরের সংবাদ

বাবা তোমায় মনে পড়ে

প্রকাশিত: জুন ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাবা ছিলো খেলার সাথী আমার আপনজন
বাবার কথা পড়লে মনে কাঁদে অবুঝ মন।
আদর, সোহাগ করতো বেশি আমায় ছোটবেলায়,
হাতটি ধরে চলে যেতাম বাবার সাথে মেলায়।

শখের ঘুড়ি, রঙের বেলুন আমায় দিতো কিনে,
হাজার টাকা সালামিও দিতো ঈদের দিনে।
জিলাপি আর রসগোল্লা আনতো বাজার থেকে,
অনেক খুশি হতাম আমি এসব খাবার দেখে।

কোলে নিয়ে করতো আদর চাঁদ দেখাতো রাতে,
আয় চাঁদ মামা ছড়াটিও পড়তাম বাবার সাথে।
হারিয়ে গেলো বাবা আমার আমি এখন একা,
কোনদিন আর পাবো না যে আমার বাবার দেখা।
বাবা তুমি নীল আকাশের তারা হয়ে থাকো,
জোছনা রাতে আমায় তুমি খোকা বলে ডাকো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়