মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪

আগের সংবাদ

উদ্ধারের অপেক্ষা আর ত্রাণের আকুতি : পানিবন্দি লাখ লাখ মানুষ > ভেসে উঠছে বানভাসি মানুষের লাশ > এখনই সচল হচ্ছে না ওসমানী বিমানবন্দর

পরের সংবাদ

জাফরুল্লাহ চৌধুরী : পদ্মা সেতু উদ্বোধনে জাঁকজমক বাতিল করুন

প্রকাশিত: জুন ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সিলেট, সুনামগঞ্জসহ দেশের ১৭টি জেলায় দেখা দেয়া বন্যায় মানুষের দুঃখকষ্টের দিকে ইঙ্গিত করে পদ্মা সেতু উদ্বোধনে জাঁকজমকপূর্ণ আয়োজন না করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধন জাঁকজমকের সঙ্গে উদযাপন করা স্বাভাবিক হবে না। সেখানে ১০ লাখ লোকের সমাবেশ হবে। এমন সময় তা হবে যখন দেশে ২ কোটি পরিবার ঈদ করতে পারবে না। এর সঙ্গে বন্যাকবলিত ৫০ লাখ মানুষও যোগ হয়েছে।
গতকাল রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘প্রান্তিক পোলট্রি খামারিদের দুদর্শা এবং তা থেকে মুক্তির উপায় শীর্ষক এক আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন। সভায় আরো বক্তব্যে দেন দ্য নিউ নেশন পত্রিকার সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বাংলাদেশ প্রান্তিক পোলট্রি খামারি ঐক্য পরিষদের সভাপতি মিজান বাশার, মহাসচিব কাজী মোস্তফা কামাল প্রমুখ।
জাফরুল্লাহ বলেন, ১০ লাখ লোকের সমাবেশের টাকা দিয়ে পোলট্রি খামারিদের ৮ লাখ মুরগি কিনে বিতরণ করে দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রান্তিক খামারিরা না বাঁচলে দেশ বাঁচবে না। শিক্ষিত অনেক মানুষ এই খামারের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। প্রান্তিক পোলট্রি খামারিরা দেশের পুষ্টির জোগান দিচ্ছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়