মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪

আগের সংবাদ

উদ্ধারের অপেক্ষা আর ত্রাণের আকুতি : পানিবন্দি লাখ লাখ মানুষ > ভেসে উঠছে বানভাসি মানুষের লাশ > এখনই সচল হচ্ছে না ওসমানী বিমানবন্দর

পরের সংবাদ

করোনা পরিস্থিতি : দৈনিক শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ

প্রকাশিত: জুন ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নতুন রোগী ও শনাক্তের হার দিন দিন যেন লাফিয়ে বাড়ছে। সংক্রমণের হার ৭ শতাংশের ঘর ছাড়িয়ে গেছে। আর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৬শর ঘর ছুঁয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৫৯৬ জন নতুন রোগী। যা ১৫ সপ্তাহের সর্বোচ্চ। করোনা পরিস্থিতি নিয়ে গতকাল রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় কারোর মৃত্যু হয়নি। ৮৮০টি পরীক্ষাগারে ৮ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা হয়েছে।
শনাক্ত হয়েছে ৫৯৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৯ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ। মোট শনাক্ত ৫৯৬ জনের মধ্যে ২৮২ জনই ঢাকা বিভাগের। এর মধ্যে ২৮০ জন ঢাকা (মহানগরসহ) জেলাতে শনাক্ত হয়েছে। এর বাইরে ময়মনসিংহ বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ২৫, রাজশাহী বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে ১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত শনিবার করোনায় কারোর মৃত্যু হয়নি। ৫ হাজার ১২২টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয় ৩০৪ জন।

শনাক্তের হার ছিল ৫ দশমিক ৯৪ শতাংশ। গত শুক্রবারও করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। ৪৩৩ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৬ দশমিক ২৭ শতাংশ।
সরকারি হিসাব অনুযায়ী, দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪২ লাখ ২৫ হাজার ৩০১টি। এর মধ্যে রোগী শনাক্ত হয় ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৮০৭ জন। আর মোট প্রাণহানির সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪২ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়