উদ্ধার করা হয়েছে সুনামগঞ্জে আটকা পড়া ঢাবির ২১ শিক্ষার্থীকে

আগের সংবাদ

আশ্রয়-খাবার নেই, ত্রাণ নামমাত্র : সিলেট-সুনামগঞ্জে বন্যার ভয়ংকর নির্মমতা > দুই জেলায় তিনজনের মৃত্যু > সিলেটের সঙ্গে যোগাযোগ চালু

পরের সংবাদ

স্ট্রিট ফুড দিয়েই সেরা ‘চায় পানি’

প্রকাশিত: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ভোজন রসিক হিসেবে বাঙালির সুনাম সবসময়ই। আর ভারতীয় খাবারগুলো মোঘলীয়আনায় নানা আভিজাত্যে ভরপুর। এসব খাবারের স্বাদই জয় করে নিয়েছে আমেরিকার জনগণের মন। তাই স¤প্রতি আমেরিকার সেরা রেস্তোরার শিরোপা জিতেছে -চায় পানি। আমেরিকার অ্যাশভিলেতে অবস্থিত এটি। রেস্তোরাঁটি মূলত বাঙালি আর ভারতীয় খাবারের জন্য জনপ্রিয়। দেশীয় স্ট্রিটফুডগুলোও এখানে সহজে পাওয়া যায়। গত ১৩ জুন জেমস বিয়ার্ড ফাউন্ডেশন অ্যাওয়ার্ডে এ রেস্তোরাঁটির নাম ঘোষণা করা হয়। এ রেস্তোরাঁর মেন্যুতে রয়েছে বেলপুরি, আলু টিক্কি চাট, বড়া পাও, পাওভাজি, চিকেন পাকোড়ার মতো জিভে পানি আসার মতো আরও অনেক খাবারের নাম। এই সব খাবারের টানেই মার্কিনিরা প্রায়ই সকাল, দুপুর, সন্ধ্যা কিংবা রাতে রেস্তোরাঁয় ভিড় জমাতে শুরু করে। উল্লেখ্য, জনপ্রিয় হয়ে ওঠা এই রেস্টুরেন্টের প্রধান শেফ মেহরান ইরানী ২০০৯ সালে ছিলেন একজন গাড়ির শোরুমের বিক্রেতা ছিলেন। পরবর্তিতে চাকরি ছেড়ে দিয়ে রেস্টুরেন্ট ব্যবসা চালু করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়