উদ্ধার করা হয়েছে সুনামগঞ্জে আটকা পড়া ঢাবির ২১ শিক্ষার্থীকে

আগের সংবাদ

আশ্রয়-খাবার নেই, ত্রাণ নামমাত্র : সিলেট-সুনামগঞ্জে বন্যার ভয়ংকর নির্মমতা > দুই জেলায় তিনজনের মৃত্যু > সিলেটের সঙ্গে যোগাযোগ চালু

পরের সংবাদ

সাকলাইন-গৌতম যুগ্মভাবে শীর্ষে

প্রকাশিত: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মালদ্বীপের ইউকুলহাস দ্বীপে অনুষ্ঠানরত ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপস-২০২২ এর তৃতীয় রাউন্ডের খেলা শেষে ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে বাংলাদেশের সাকলাইন মোস্তফা সাজিদ তিন খেলায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ভারতের গৌতম কৃষ্ণার সঙ্গে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে সাফায়েত কিবরিয়া আজান তিন খেলায় আড়াই পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার পাল্লিয়া গুরুজে কেমেনদুর সেহাসের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ওপেন অনূর্ধ্ব-১৪ গ্রুপে মো. সাজিদুল হক, ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে আয়ান রহমান, বালিকা অনূর্ধ্ব-১৪ গ্রুপে ইশরাত জাহান দিবা ও বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে ওয়ারসিয়া খুশবু তিন খেলায় দুই পয়েন্ট করে পেয়েছেন। ওপেন অনূর্ধ্ব-১৮ গ্রুপে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, ওপেন অনূর্ধ্ব-১৪ গ্রুপে সৈয়দ রিদওয়ান ও বালিকা অনূর্ধ্ব-১৮ গ্রুপে কাজী জারিন তাসনিম তিন খেলায় দেড় পয়েন্ট করে অর্জন করেছেন। ওপেন অনূর্ধ্ব-১৮ গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে মোহাম্মদ সাকের উল্লাহ, ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে রাইয়ান রশিদ মুগ্ধ ও বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে জান্নাতুল ফেরদৌসী তিন খেলায় এক পয়েন্ট করে অর্জন করেছেন। গতকাল সকালে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় সাকলাইন বোযোরভ জাভোকিরকে, আজান পাকিস্তানের আসমি মোহাম্মদ আজাদকে, আয়ান নেপালের মোরে লক্ষকে, ওয়ারসিয়া উজবেকস্তানের মুকিদদিনোভ নিলুফারকে, দিবা ভারতের এইচ জি প্রজ্ঞাকে, সাকের নেপালের বেলাবাসি কুশারকে, জারিন কিরগিজস্তানের মিরলান কিযি আযালিয়াকে ও মহিলা ফিদে মাস্টার নোশিন মালদ্বীপের মুজাহিদ-বিন ইয়াজিদকে পরাজিত করেন। ক্যান্ডিডেট মাস্টার নীড় উজবেকিস্তানের ফিদে মাস্টার বেগমুরাদভ খুময়ুনের কাছে, রিদওয়ান ভারতের সাহিব সিংয়ের কাছে, জান্নাতুল শ্রীলঙ্কার বিজয়াসিংঙ্গের কাছে ও মুগ্ধ শ্রীলঙ্কার পাল্লিয়া গুরুজে কেমিনদু সেহাসের কাছে হেরে যান।
চতুর্থ রাউন্ডের খেলা আজ মালদ্বীপের স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়