উদ্ধার করা হয়েছে সুনামগঞ্জে আটকা পড়া ঢাবির ২১ শিক্ষার্থীকে

আগের সংবাদ

আশ্রয়-খাবার নেই, ত্রাণ নামমাত্র : সিলেট-সুনামগঞ্জে বন্যার ভয়ংকর নির্মমতা > দুই জেলায় তিনজনের মৃত্যু > সিলেটের সঙ্গে যোগাযোগ চালু

পরের সংবাদ

বাড়ছে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি ৪০ জন

প্রকাশিত: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মৌসুমের শুরুতেই বাড়ছে এডিস মশা বাহিত ডেঙ্গু জ¦রে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে রাজধানী ঢাকায়।
বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, সাধারণত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রের মৌসুম হিসেবে ধরা হয়। তবে জুন থেকে সেপ্টেম্বর এ ৪ মাস মূল মৌসুম। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় (১৭ জুন সকাল ৮ টা থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ জন। এর মধ্যে ৩৯ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মাত্র ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ২৯ জন। আক্রান্তদের সবাই ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন।
অধিদপ্তরের তথ্য বলছে, নতুন আক্রান্ত ৪০ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ১১৫ জন। এর মধ্যে (ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে) ১১১ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ৪ জন ভর্তি আছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৭৩০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১৫ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়