উদ্ধার করা হয়েছে সুনামগঞ্জে আটকা পড়া ঢাবির ২১ শিক্ষার্থীকে

আগের সংবাদ

আশ্রয়-খাবার নেই, ত্রাণ নামমাত্র : সিলেট-সুনামগঞ্জে বন্যার ভয়ংকর নির্মমতা > দুই জেলায় তিনজনের মৃত্যু > সিলেটের সঙ্গে যোগাযোগ চালু

পরের সংবাদ

নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন মোহামেডান

প্রকাশিত: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নারীদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবারের আসরের অপরাজিত চ্যাম্পিয়ন সাদাকালোরা। গতকাল সাভারে বিকেএসপিতে ভিন্ন দুই ম্যাচে মাঠে নামার কথা ছিল মোহামেডান আর রানার্সআপ রূপালী ব্যাংকের। লিগের শেষ ম্যাচে শারমিন আক্তার সুপ্তাদের প্রতিপক্ষ ছিল ইন্দিরা রোড ক্রীড়াচক্র। একই সময় রূপালী ব্যাংকের খেলার কথা খেলাঘরের বিপক্ষে। কিন্তু বৃষ্টিতে দুটি ম্যাচই ভেস্তে যায়।
ম্যাচ দুটি মাঠে না গড়ানোয় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। তাতে মোহামেডান ও রূপালী ব্যাংক- উভয়েরই পয়েন্ট দাঁড়ায় সমান ১৮ করে। তবে রান রেটে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় মোহামেডান।
এবারের নারী ডিপিএলে ১১ ম্যাচের মধ্যে মোহামেডান খেলেছে ৯ ম্যাচ। রূপালী ব্যাংকও খেলেছে সমান ৯ ম্যাচ। দু’দলের বাকি ম্যাচগুলো বৃষ্টিতে ভেসে যায়। দুই দলের কেউই কোনো ম্যাচ হারেনি এবার। মোহামেডান ও রূপালী ব্যাংক দুই দলের সমান ১৮ পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে সালমা-জেসিদের মোহামেডান। লিগে ১১ ম্যাচের মধ্যে মোহামেডান খেলেছে ৯ ম্যাচ। মোহামেডান ও রূপালী ব্যাংকের ম্যাচটিও অনুষ্ঠিত হয়নি। যে কারণে দুই দলই অপরাজিত ছিল।
লিগের সেরা খেলোয়াড় হয়েছেন সুবাহানা মুস্তারিন ও সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছে বিকেএসপির মারুফা।
এবারের লিগে মোহামেডানের অধিনায়ক ছিলেন সালমা খাতুন। সহ-অধিনায়ক ছিলেন রুমানা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়