উদ্ধার করা হয়েছে সুনামগঞ্জে আটকা পড়া ঢাবির ২১ শিক্ষার্থীকে

আগের সংবাদ

আশ্রয়-খাবার নেই, ত্রাণ নামমাত্র : সিলেট-সুনামগঞ্জে বন্যার ভয়ংকর নির্মমতা > দুই জেলায় তিনজনের মৃত্যু > সিলেটের সঙ্গে যোগাযোগ চালু

পরের সংবাদ

ঠাকুরগাঁও মানববন্ধন : দেড় কিমি কাঁচা রাস্তা দ্রুত পাকা করার দাবি

প্রকাশিত: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : সদর উপজেলায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন পালিত হয়। গতকাল শনিবার সদর উপজেলার আকচা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে সামাজিক সংগঠন আকচা তরুণ শক্তির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের অন্তত দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য দেন আকচা তরুণ শক্তির সভাপতি সুলতান মাহমুদ সৈকত, সহসভাপতি আশরাফুজ্জামান, স্থানীয় যুবক মোবাস্সের ইমরান, ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক মুস্তাহিদ হোসেন, স্থানীয় নারী মনোয়ারা বেগম প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র, শিক্ষক, রাজনীতিকসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, দেশে উন্নয়ন হয়েছে। জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর রাস্তা পাকা হয়েছে। অথচ শহর ঘেঁষা এই রাস্তাটি এতদিনে পাকা হয়নি। রাস্তাটি অবিলম্বে দ্রুত পাকাকরণের দাবি জানান তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়