উদ্ধার করা হয়েছে সুনামগঞ্জে আটকা পড়া ঢাবির ২১ শিক্ষার্থীকে

আগের সংবাদ

আশ্রয়-খাবার নেই, ত্রাণ নামমাত্র : সিলেট-সুনামগঞ্জে বন্যার ভয়ংকর নির্মমতা > দুই জেলায় তিনজনের মৃত্যু > সিলেটের সঙ্গে যোগাযোগ চালু

পরের সংবাদ

জাহাজে তেলের ট্যাংকে নেমে দুই ভারতীয় নাবিকের মৃত্যু

প্রকাশিত: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি জাহাজের তেলের ট্যাংকে নেমে অসুস্থ হয়ে দুই ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। পতেঙ্গা থানার পারকিচর এলাকায় সাগরে থাকা ডেনিশ পতাকাবাহী ‘এমটি নর্ড ম্যাজিক’ জাহাজের তেলের উপস্থিতি পরীক্ষা করতে ট্যাংকে নামার পর তারা অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার ওই দুজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তখনই একজনকে মৃত ঘোষণা করেন।
পরদিন অপরজনের মৃত্যু হয়। ওই দুই নাবিক হলেন- জিঞ্চু রাজ (২৯) ও অখিল শেখর (২৬)। তাদের দুজনের বাড়ি ভারতের কেরালায়।
শুক্রবার বিকালে তেল খালাসের পর খালি তেলের ট্যাংকের ঘনত্ব পরীক্ষা করার জন্য সিঁড়ি বেয়ে ট্যাংকের ভেতর নামেন ভারতীয় দুই টেকনিশিয়ান জিঞ্চু রাজ ও অখিল সেখর।
পরক্ষণে দুই জনকেই ট্যাংকিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কোস্টগার্ড ও লোকাল শিপিং এজেন্টের লোকজনকে খবর দেয়া হয়।
পরে তাদের উদ্ধার করে মেহেদিবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে নেয়ার পর প্রথমে জিঞ্চু রাজকে মৃত ঘোষণা করা হয়। আর গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অখিল সেখর।
পতেঙ্গা থানার ওসি কবির হোসেন বলেন, তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়