আরো ৩১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

আগের সংবাদ

জলে ভাসা সিলেট এক বিচ্ছিন্ন জনপদ : ১২২ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যা > আশ্রয়ের খোঁজে অসহায় মানুষ > বন্যার্তদের উদ্ধারে নৌবাহিনী, যুক্ত হচ্ছে হেলিকপ্টার-ক্রুজ

পরের সংবাদ

শিবগঞ্জে বিপুল পরিমাণ মাদক জব্দ

প্রকাশিত: জুন ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২২ , ১২:২১ পূর্বাহ্ণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : শিবগঞ্জ উপজেলার চকপাড়া-ভোলাহাটের বিলভাতিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ২ হাজার পিস ইয়াবা ও ৪৩০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার ভোরে চকপাড়া বিওপির নামো চকপাড়া ও গত বৃহস্পতিবার গভীর রাতে বিলভাতিয়া বিওপির ভাতিয়া বিল এলাকায় পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমির হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চকপাড়া বিওপির হাবিলদার জিয়াউর রহমানের নেতৃত্বে টহল দল গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সীমান্ত পিলার ১৮৩/৪-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে নামো চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার পিস ইয়াবা জব্দ করে। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এদিকে ভোলাহাটের বিলভাতিয়া বিওপির নায়েক আবদুল মাজেদের নেতৃত্বে একটি টহল দল গত বৃহস্পতিবার রাত প্রায় সোয়া ১২টার দিকে সীমান্ত পিলার ১৯১ মেইন থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ভাতিয়া বিল এলাকায় অভিযান চালিয়ে বস্তায় ভরা পরিত্যক্ত ৪৩০ বোতল ফেনসিডিল জব্দ করে। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ৭২ হাজার টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়