আরো ৩১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

আগের সংবাদ

জলে ভাসা সিলেট এক বিচ্ছিন্ন জনপদ : ১২২ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যা > আশ্রয়ের খোঁজে অসহায় মানুষ > বন্যার্তদের উদ্ধারে নৌবাহিনী, যুক্ত হচ্ছে হেলিকপ্টার-ক্রুজ

পরের সংবাদ

লিখিত পরীক্ষা ২ জুলাই : ঢাবির ‘চ’ ইউনিটে এমসিকিউ অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ জুলাই।
গতকাল শুক্রবার বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়। ৩০ মিনিটের এই পরীক্ষায় শিক্ষার্থীরা বহুনির্বাচনী (এমসিকিউ) অংশে পরীক্ষা দেন। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়লেও উপস্থিতির হার ছিল ৮৫ শতাংশেরও বেশি।
এমসিকিউ অংশে কৃতকার্যদের মধ্যে মেধাতালিকায় প্রথম ১ হাজার ৫০০ জন লিখিত পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন। এ বিষয়ে গতকাল বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, লিখিত পরীক্ষা আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে। এর আগেই এমসিকিউ অংশের ফলাফল ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট ডিন বিষয়টি দেখভাল করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, এই ইউনিটের ১৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৪৪৪ জন। ঢাকায় পরীক্ষা দিয়েছেন ৪ হাজার ৭৫৭ জন এবং ঢাকার বাইরে ৭টি বিভাগে পরীক্ষা দিয়েছেন ২ হাজার ৬৮৭ জন। পঞ্চম দিনের মতো ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষায় অংশ নেন ভর্তিচ্ছুরা। ঢাকার বাইরে পরীক্ষার কেন্দ্রগুলো হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়