আরো ৩১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

আগের সংবাদ

জলে ভাসা সিলেট এক বিচ্ছিন্ন জনপদ : ১২২ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যা > আশ্রয়ের খোঁজে অসহায় মানুষ > বন্যার্তদের উদ্ধারে নৌবাহিনী, যুক্ত হচ্ছে হেলিকপ্টার-ক্রুজ

পরের সংবাদ

মোল্লাহাট : কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: জুন ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে গতকাল শুক্রবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ‘ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন’ প্রকল্পের আওতায় অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াহিদ হোসেন। মাল্টি মিডিয়ার মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কর্মসূচি পরিকল্পনা, বাস্তবায়ন ও এর সুবিধা সম্পর্কে তথ্য উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, অধ্যক্ষ এল জাকির হোসেন। স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা অনিমেষ বালা। আরো উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল দেব বিশ্বাস, প্রকল্প মনিটরিং কর্মকর্তা ধীমান মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. কামরুন্নেসা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মিয়া, মোল্লা মিজানুর রহমান, মোল্লাহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও কৃষক প্রতিনিধিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়