আরো ৩১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

আগের সংবাদ

জলে ভাসা সিলেট এক বিচ্ছিন্ন জনপদ : ১২২ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যা > আশ্রয়ের খোঁজে অসহায় মানুষ > বন্যার্তদের উদ্ধারে নৌবাহিনী, যুক্ত হচ্ছে হেলিকপ্টার-ক্রুজ

পরের সংবাদ

ভারতে জ্বালানি পণ্যের ব্যবহার বেড়েছে

প্রকাশিত: জুন ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ভারত বিশ্বের তৃতীয় শীর্ষ জ্বালানি তেল ব্যবহারকারী দেশ। গত বছর দেশটির করোনা মহামারির দ্বিতীয় ঢেউ ভয়াবহ আঘাত হানলে অর্থনীতিতে দুর্যোগ নেমে আসে। এতে কমে যায় জ্বালানি তেলের ব্যবহার। তবে চলতি বছর পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নিয়েছে। সর্বশেষ মে মাসে দেশটির জ্বালানি ব্যবহার গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
ভারতের জ্বালানি মন্ত্রণালয়ের পেট্রোলিয়াম প্ল্যানিং ও বিশ্লেষক সেলের দেয়া তথ্য বলছে, গত মাসে দেশটিতে ১ কোটি ৮২ লাখ ৭০ হাজার টন জ্বালানি ব্যবহার হয়েছে। গত বছরের এপ্রিলের পর এবারই প্রথম ব্যবহারের পরিমাণ সর্বাধিক বেড়েছে। অন্যদিকে চলতি বছরের এপ্রিলের তুলনায় বেড়েছে দশমিক ৪ শতাংশ।
পণ্যবাজারের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান রেফিনিটিভের বিশ্লেষক ইহসান উল হক বলেন, গত বছরের মে মাসে কোভিড সংক্রমণের হার অস্বাভাবিক বেড়ে যায়। ফলে ওই সময় চাহিদা তলানিতে নেমে আসে। তবে চলতি বছর আবারো চাহিদায় ঊর্ধ্বমুখী হাওয়া লেগেছে।
তিনি আরো বলেন, অপরিশোধিত জ্বালানি তেলের দাম আগামী কয়েক মাস পণ্যটির ব্যবহারে নেতিবাচক প্রভাব ফেলবে। ঊর্ধ্বমুখী দামের কারণে মোটরযান ব্যবহারকারীরা পড়েছেন বিপাকে। ফলে পরিবহন ব্যয় বাড়ছে।
তথ্য বলছে, মে মাসে ভারতে ডিজেলের ব্যবহার গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। ব্যবহারের পরিমাণ ৭২ লাখ ৯০ হাজার টন। এছাড়া দুই বছরের ব্যবধানে বেড়েছে ৩২ দশমিক ৬ শতাংশ। গ্যাসোলিন ও পেট্রলের বিক্রি গত বছরের তুলনায় ৫১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩০ লাখ ২০ হাজার টনে উন্নীত হয়েছে। এদিকে ভারতের রাষ্ট্রমালিকানাধীন রিফাইনারিগুলোয় গত মাসে গ্যাসোলিন বিক্রি এপ্রিলের তুলনায় কমেছে।

রাশিয়ার কম দামি অপরিশোধিত জ্বালানি তেল ভারতের মূল্যসংবেদনশীল ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এপ্রিলে দেশটি থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করে ভারত। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ২ লাখ ৭৭ হাজার ব্যারেলে। এপ্রিলে ভারতের মোট আমদানির ৬ শতাংশই এসেছে রাশিয়া থেকে।
পণ্যবাহী জাহাজের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান রেফিনিটিভের প্রাক্কলন অনুযায়ী, মে মাসে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির পরিমাণ প্রায় দৈনিক ৪ লাখ ৮৭ হাজার ব্যারেল। ইরাক দেশটিতে সবচেয়ে বেশি জ্বালানি তেল সরবরাহ করে। সরবরাহের দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়