আরো ৩১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

আগের সংবাদ

জলে ভাসা সিলেট এক বিচ্ছিন্ন জনপদ : ১২২ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যা > আশ্রয়ের খোঁজে অসহায় মানুষ > বন্যার্তদের উদ্ধারে নৌবাহিনী, যুক্ত হচ্ছে হেলিকপ্টার-ক্রুজ

পরের সংবাদ

চট্টগ্রামে ফের বাড়ছে করোনার সংক্রমণ

প্রকাশিত: জুন ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে ফের বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। গত দুই মাস ধরে কোভিড শনাক্ত রোগীর সংখ্যা প্রায় শূন্যের কোটায় থাকার পর গত এক সপ্তাহ ধরে আবারো বাড়তে শুরু করেছে শনাক্তের হার। গত বুধবার ৫ জন নতুন রোগী শনাক্ত হলেও ২৪ ঘণ্টার ব্যবধানে তিন গুণ বেড়ে গত বৃহস্পতিবার একদিনেই শনাক্ত হয়েছেন ১৬ জন। গতকাল শুক্রবার ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৬৮ শতাংশ। চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা সংক্রমণের হার বেড়েছে। স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিতে হবে। পাশাপাশি নগরীতে সপ্তাহখানেক ধরে ভাইরাস জ¦রের প্রকোপ বেড়ে যাওয়ায় লক্ষণ দেখা দিলে করোনার নমুনা পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড প্রতিবেদনে জানা গেছে, ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবে সর্বমোট ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ২৬ জনের সবাই নগরের বাসিন্দা। এ সময় উপজেলার কোনো বাসিন্দা করোনায় আক্রান্ত হননি। এ নিয়ে চট্টগ্রামে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭১৫ জনে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ১৭২ জন এবং ৩৪ হাজার ৫৪৩ জন বিভিন্ন উপজেলার।
শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা।
আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের। চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হন ২০২০ সালের ৩ এপ্রিল। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়