আরো ৩১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

আগের সংবাদ

জলে ভাসা সিলেট এক বিচ্ছিন্ন জনপদ : ১২২ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যা > আশ্রয়ের খোঁজে অসহায় মানুষ > বন্যার্তদের উদ্ধারে নৌবাহিনী, যুক্ত হচ্ছে হেলিকপ্টার-ক্রুজ

পরের সংবাদ

আদমজী ইপিজেডে গ্যাস লাইন ফেটে ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশিত: জুন ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আদমজীতে ইপিজেডের ভেতর ভবনের পাইলিং করতে গিয়ে গ্যাস লাইন ফেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সাড়ে ৮ ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আদমজী ইপিজেডে পলমল গ্রুপের নির্মাণাধীন ভবনের পাইলিং করার সময় গ্যাসের লাইন ফেটে বিস্ফোরণ হয়ে আগুন জ¦লতে থাকে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের লেলিহান শিখা এত উপরে উঠে যে ১-৩ কিলোমিটার দূর থেকে দেখা গেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনসহ বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিটের চেষ্টায় বিকাল সাড়ে ৫টায় আগুন নেভাতে সক্ষম হয়েছি।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, পলমল গ্রুপের হামজা ফ্যাশনের ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। সকাল সাড়ে ৬টার দিকে পাইলিং ২০ ফুট নিচে যাওয়ার পর গ্যাসের পাইপ ফেটে যায়। তখন থেকে ৩ ঘণ্টা পর্যন্ত তীব্র বেগে উপরের দিকে বালু উঠতে থাকে। সাড়ে ১০টার দিকে ভয়াবহ শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। নির্মাণাধীন ভবনের সার্ভে কাজ করা অ্যাডভান্স কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মো. রনি বলেন, ২০ ফুট গভীরে পাইলিং যাওয়ার পর পাইপ ফেটে গিয়ে উপরের দিকে বালু উঠতে থাকে। এভাবে ৩ ঘণ্টা বালু ওঠার পর বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে আগুন জ¦লতে থাকে এবং বিস্ফোরণে মাটি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। নির্মাণ শ্রমিক উজ্জ্বল হোসেনও কাজ করছিলেন সেখানে। তিনি বলেন, ঘটনাস্থলে ২০ জন লোক ছিলেন। পাইপ ফাটার পর সবাই দূরে সরে যাওয়ায় বিস্ফোরণের সময় হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে দুর্ঘটনাস্থলে তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লা, নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণনের ডিএমডি প্রকৌশলী ইমাম উদ্দিন, র?্যাবের ভারপ্রাপ্ত উপঅধিনায়ক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনসহ শিল্প পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে ঘটনার পর থেকেই গণমাধ্যমকর্মীদের ইপিজেডের ভেতরে প্রবেশ করতে দেননি আনসার সদস্যরা। তারা জানান, কোনো গণমাধ্যমকর্মীর ভেতরে প্রবেশে নিষেধ রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়