আরো ৩১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

আগের সংবাদ

জলে ভাসা সিলেট এক বিচ্ছিন্ন জনপদ : ১২২ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যা > আশ্রয়ের খোঁজে অসহায় মানুষ > বন্যার্তদের উদ্ধারে নৌবাহিনী, যুক্ত হচ্ছে হেলিকপ্টার-ক্রুজ

পরের সংবাদ

অমিতাভ রেজার ফ্রেমে ‘বঙ্গবন্ধু’

প্রকাশিত: জুন ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সরকারি অনুদানে ২০২১-২২ অর্থবছরের চলচ্চিত্র নির্মাণের জন্য সবচেয়ে বড় অঙ্কটা যাচ্ছে নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ঝুলিতে। অন্যদিকে এই নির্মাতাও ভাবছেন বড় পরিসরে। যে ফ্রেমে ধরা দেবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে সেটি এখনো আলোচনা সাপেক্ষ বলে জানালেন এই পরিচালক। ছবির নাম ‘১৯৬৯’।
অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আমার ছবিটি পিরিওডিক। ১৯৬৯ সালের উত্তাল রাজনীতির ঘটনা উঠে আসবে। মূলত আগরতলা মামলা নিয়েই ছবির গল্প এগোবে। যেহেতু এটি ইতিহাসনির্ভর, তাই এখানে নতুন করে কাহিনী লেখার সুযোগ নেই। এখনো আমরা স্ক্রিপ্টিং নিয়েই ব্যস্ত।’
বঙ্গবন্ধু চরিত্র থাকবে কিনা- এ প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা সরকারের সঙ্গে আলোচনা করব। যেহেতু আগরতলা মামলা তাই বঙ্গবন্ধু চরিত্রটি অনস্বীকার্য।’
তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু হবে। সেই বছরের মধ্যেই এটি মুক্তি দিতে হবে। এর প্রযোজক হিসেবে আছেন মাহজাবিন চৌধুরী। অন্যদিকে গত বছর ‘পেন্সিলে আঁকা পরী’ উপন্যাসের গল্প নিয়ে সিনেমা নির্মাণের জন্য ৬০ লাখ টাকা অনুদান পেয়েছিলেন খ্যাতিমান এই নির্মাতা। তবে স্বত্ব নিয়ে জটিলতায় সেটা সুদসহ ফিরিয়ে দিয়েছিলেন অমিতাভ। বিষয়টি বর্তমান জুরি বোর্ড ইতিবাচক হিসেবেই নিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আর এ কারণে এবারের সর্বোচ্চ ৭৫ লাখ টাকা অনুদান পেলেন ‘আয়নাবাজি’খ্যাত এই পরিচালক।
:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়