নাটোরে বন্ধুকে খুন : ১৪ মামলার আসামি রাসেল ঢাকায় গ্রেপ্তার

আগের সংবাদ

সাক্কুর পরাজয় পাঁচ কারণে

পরের সংবাদ

রায়গঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : রায়গঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কনা।
গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুর নাহার, জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলাম। ওই অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, এনজিও, রাজনৈতিক দলের নেতাকর্মী, ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীসহ ৫০ জন কর্মশালায় অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়