নাটোরে বন্ধুকে খুন : ১৪ মামলার আসামি রাসেল ঢাকায় গ্রেপ্তার

আগের সংবাদ

সাক্কুর পরাজয় পাঁচ কারণে

পরের সংবাদ

রাণীনগরে তাঁত বস্ত্র মেলা : অবৈধ লটারির দুই বিক্রেতাকে আর্থিক দণ্ড, টিকেট জব্দ

প্রকাশিত: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটিরশিল্প মেলার আড়ালে অবৈধভাবে রাণীনগর উপজেলায় লোভনীয় বিভিন্ন পুরস্কারের (জুয়া) লটারি টিকেট বিক্রির অপরাধে দুই টিকেট বিক্রেতাকে আর্থিক জরিমানা ও টিকেট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাণীনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ড (গোলচত্বর) ও কুবরাতলী এলাকায় অভিযান চালিয়ে জরিমানা ও টিকেট জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
তিনি জানান, নওগাঁ সদরে তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটিরশিল্প মেলার আড়ালে অবৈধভাবে রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকায় ১০-১২টি অটো চার্জার গাড়িতে করে প্রবেশ টিকেট ও রাফেল ড্রর নামে লোভনীয় বিভিন্ন পুরস্কারের (জুয়া) লটারি টিকেট বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। এরই ভিত্তিতে অভিযান চালিয়ে টিকেট বিক্রেতা হাফিজুরকে ১০০ টাকা ও এনামুল হককে ১০০ টাকা জরিমানা ও তাদের কাছে থাকা অবিক্রীত লটারির টিকেট জব্দ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়