নাটোরে বন্ধুকে খুন : ১৪ মামলার আসামি রাসেল ঢাকায় গ্রেপ্তার

আগের সংবাদ

সাক্কুর পরাজয় পাঁচ কারণে

পরের সংবাদ

মাইলস্টোন কলেজ : পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

প্রকাশিত: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তি
গতকাল বুধবার মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস উত্তরার দিয়াবাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভুঁঁইয়া (অব.), মেইন ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম, কলেজের প্রশাসনবিষয়ক পরিচালক মো. মাসুদ আলম প্রমুখ।
উল্লেখ্য, এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১ হাজার ৬৩১ জন। পাসের হার ছিল শতভাগ এবং জিপিএ-৫ অর্জন করে ৯৯৮ জন শিক্ষার্থী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়