নাটোরে বন্ধুকে খুন : ১৪ মামলার আসামি রাসেল ঢাকায় গ্রেপ্তার

আগের সংবাদ

সাক্কুর পরাজয় পাঁচ কারণে

পরের সংবাদ

বিবার এখন সুস্থ

প্রকাশিত: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : সম্প্রতি পপ তারকা জাস্টিন বিবার নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন। তিনি জানান, তার মুখের এক পাশ অবশ হয়ে গেছে, যার জন্য তিনি কিছু কনসার্টও বাতিল করেন। তবে কয়েক দিন পরই তিনি সেরে উঠেছেন। ১৪ জুন ইন্সটাগ্রাম পোস্টে তিনি বলেন, আমি জানি এই ঝড় থেমে যাবে, আমি জানতাম যে যিশু আমার সঙ্গে রয়েছেন। এই কানাডিয়ান গায়কের দাবি, তার সবকিছু জানেন যিশু। তিনি তাকে এমন দুঃসময়েও শান্তি দিয়েছেন। ২৮ বছর বয়সি বিবার ‘র‌্যামজে হান্ট সিনড্রোমে’ ভুগেছেন। এটি হচ্ছে স্নায়ুর একটি সমস্যা। জলবসন্তের মতো এক ধরনের ভাইরাসের কারণে এই সমস্যা দেখা দেয়। এর ল²ণ হচ্ছে কান বা তার পাশে পাশে লাল ফুসকুড়ি, যা থেকে খুবই ব্যথা হয়। পাশাপাশি একই জায়গায় দেখা দেয় ফোঁড়া। যে কান এই সিনড্রোমে আক্রান্ত হয় মুখের সেই পাশটা অবশ হয়ে পড়ে। আক্রান্ত রোগীর কানের ব্যথা হয়, কানের ভেতর ঝিনঝিন করে, চোখের পাতা বন্ধ করতে পারে না, এবং মুখ থেকে স্বাদ চলে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়