নাটোরে বন্ধুকে খুন : ১৪ মামলার আসামি রাসেল ঢাকায় গ্রেপ্তার

আগের সংবাদ

সাক্কুর পরাজয় পাঁচ কারণে

পরের সংবাদ

বরিশাল : ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

প্রকাশিত: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

এম. কে. রানা, বরিশাল থেকে : বরিশালেও শুরু হয়েছে ৫ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। নগরীর ৩০টি ওয়ার্ডের ২২০টি কেন্দ্রে ২ ক্যাটাগরিতে মোট ৫০ হাজার ৩০ জনকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর আমানতগঞ্জ আলহাজ দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়রপতœী লিপি আবদুল্লাহ। এ সময় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। ১৯ জুন পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সের ৫ হাজার ২৫০ শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪৪ হাজার ৭৮০ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ৩০টি ওয়ার্ডের মোট ২২০টি ইপিআই স্থায়ী ও অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রগুলোয় এই কার্যক্রম পরিচালিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়