নাটোরে বন্ধুকে খুন : ১৪ মামলার আসামি রাসেল ঢাকায় গ্রেপ্তার

আগের সংবাদ

সাক্কুর পরাজয় পাঁচ কারণে

পরের সংবাদ

দাউদকান্দি : দোকান বরাদ্দ নিয়ে অভিযোগ ভুল বোঝাবুঝি

প্রকাশিত: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : দাউদকান্দিতে সরকারি জায়গার দোকান বরাদ্দ নিয়ে অভিযোগের পর বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ীরা। গত মঙ্গলবার বিকালে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, দাউদকান্দি বাজারে সরকারি খাস জায়গায় নির্মাণাধীন ৩২টি দোকানের জন্য উপজেলা প্রশাসনের কাছে প্রায় ৩৫০টি আবেদন জমা হয়। প্রশাসন যাচাই-বাছাই করে ৩২ জন ব্যবসায়ীকে নির্বাচিত করে। এতে বাদ পড়া ব্যবসায়ীরা সংক্ষুব্ধ হয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার খুরশিদ আলম।
গত ৮ জুন সংবাদ সম্মেলন করে দোকান বরাদ্দে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়