নাটোরে বন্ধুকে খুন : ১৪ মামলার আসামি রাসেল ঢাকায় গ্রেপ্তার

আগের সংবাদ

সাক্কুর পরাজয় পাঁচ কারণে

পরের সংবাদ

টিসিবির কোনো পণ্যের দাম বাড়ছে না : ভর্তুকি বাড়াবে সরকার

প্রকাশিত: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : পণ্যমূল্যের বাড়তি চাপ দেশের দরিদ্র ভোক্তাদের কাঁধে না দিয়ে সরকার ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ঈদুল ফিতরের আগে ভোক্তারা টিসিবি থেকে যে দামে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি পেয়েছেন, ঈদুল আজহার আগেও একই দামে পাবেন বলে জানা গেছে। আগামী ২২ জুন থেকে সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। ৫ জুলাইয়ের মধ্যে সারাদেশের এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে পণ্য বিক্রি সম্পন্ন করবে সংস্থাটি। এদিকে আলাদা আলাদা লটে সাড়ে ২৮ হাজার টন চিনি-মসুর ডাল কিনতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ। এতে ২৮১ কোটি টাকা খরচ হবে।
এর আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে দেশে ভোজ্যতেল ও মসুর ডালের দাম বাড়ায় ভর্তুকি কমাতে এক কোটি ফ্যামিলি কার্ডধারী দরিদ্র পরিবারের মাঝে পণ্য বিতরণ শুরুর আগে দাম বাড়ানোর প্রস্তাব করেছিল সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রস্তাব অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা এবং মসুর ডালের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করার সুপারিশ করা হয়েছিল। দাম বাড়ানোর প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন না করায় আগের দামেই তেল, চিনি ও ডাল বিক্রি করা হবে বলে জানিয়েছে।
গত ১৬-৩০ জুন সময়কালে এসব পণ্য বিক্রি করার কথা থাকলেও সময়মতো সয়াবিন তেল সংগ্রহ করতে পারেনি টিসিবি। টিসিবি ঈদুল আজহার আগে এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও মসুর ডাল বিতরণ করবে। বাজারে বর্তমানে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৫ টাকা। যেখানে টিসিবি বিক্রি করবে ১১০ টাকা লিটারে। অর্থাৎ এখানে টিসিবি বাজারমূল্যের চেয়ে ৯৫ টাকা কমে তেল বিক্রি করছে। তবে ঈদুল ফিতরের আগে যখন ১১০ টাকা লিটার করে টিসিবি তেল বিক্রি করেছে, ওই সময় টিসিবির ক্রয়মূল্য ছিল ১৬৮ টাকা। অর্থাৎ, দুই মাসের ব্যবধানে প্রতি লিটার তেলে টিসিবির ভর্তুকি বাড়ছে

২৭ টাকা। বর্তমানে বাজারে এক কেজি দেশি মসুর ডাল কিনতে হচ্ছে ১৩০ টাকায়। টিসিবি এই ডাল বিক্রি করবে ৬৫ টাকায়, এখানে সরকার বাজারমূল্যের চেয়ে ৬৫ টাকা কমে পণ্য বিক্রি করছে। এক কেজি চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়, টিসিবি বিক্রি করবে ৫৫ টাকায়, এখানে বাজারমূল্যের তুলনায় সরকার ৩০ টাকা কম নিচ্ছে।
আসন্ন ঈদুল আজহার আগে এক কোটি পরিবারের প্রত্যেকের কাছে ২ লিটার করে সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও এক কেজি চিনি বিক্রি করা হবে। সে হিসাবে একটি পরিবারের এই ৩টি পণ্য বাজার থেকে কিনতে যে টাকা লাগত তার চেয়ে ৩৫০ টাকা সাশ্রয়ে নিতে পারবে। টিসিবি সূত্রে জানা গেছে, টিসিবির এক কোটি পরিবারের মাঝে এসব পণ্য বিক্রির জন্য দুই কোটি লিটার সয়াবিন তেল, ২০ হাজার টন মসুর ডাল ও ১০ হাজার টন চিনি দরকার।
সাড়ে ২৮ হাজার টন চিনি-মসুর ডাল কিনবে টিসিবি : আলাদা আলাদা লটে সাড়ে ২৮ হাজার টন চিনি-মসুর ডাল কিনবে বাণিজ্য মন্ত্রণালয়। এতে ২৮১ কোটি টাকা খরচ হবে। বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।
অতিরিক্ত সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে মেঘনা সুগার রিফাইনারিজ লিমিটেড ও সিটিজ সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ১৫ হাজার টন চিনি কেনা হবে। এতে সর্বমোট ১২৩ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা খরচ হবে। প্রস্তাবটিতে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটি অনুমোদন দিয়েছে। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এসিআই পিউর ফ্লোর লিমিটেড, সেনা কল্যাণ সংস্থা, এএস কনস্ট্রাকশন, বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেড, নাবিল নাবা ফুডস লিমিটেড ও ইসা সার্ভিস লিমিটেডের কাছ থেকে ১৩ হাজার ৫০০ টন মসুর ডাল কেনা হবে। সর্বমোট ১৫৮ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়