নাটোরে বন্ধুকে খুন : ১৪ মামলার আসামি রাসেল ঢাকায় গ্রেপ্তার

আগের সংবাদ

সাক্কুর পরাজয় পাঁচ কারণে

পরের সংবাদ

উদ্দেশ্য উন্নত চিকিৎসা : স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে নেয়া হচ্ছে সিঙ্গাপুরে

প্রকাশিত: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেয়া হবে। সংগঠনটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেন।
আফজাল বাবু বলেন, আমরা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছি। উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার সকাল বা বিকালের মধ্যেই সিঙ্গাপুর নেয়া হবে।
উল্লেখ্য, গত রবিবার থেকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্মল রঞ্জন গুহ। ২৪ ঘণ্টা তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার হার্টে দুটি রিং পরানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার নির্মল রঞ্জন দোহারে গিয়েছিলেন। সেখানে তার প্রচণ্ড মাথাব্যথা শুরু হলে রাতেই তাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন সকালে নির্মল রঞ্জনের মস্তিষ্কে রক্তক্ষরণ ও হার্টে ব্লক ধরা পড়ে। হাসপাতালে তার হৃৎপিণ্ডে স্টেন্ট বসানো হয়।
কিন্তু অবস্থার অবনতি ঠেকানো যায়নি। বর্তমানে তিনি ‘ইলেকটিভ ভেন্টিলেশনে’ রয়েছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়