মির্জা ফখরুল : খালেদার কিছু হলে দায় নিতে হবে সরকারকেই

আগের সংবাদ

কুমিল্লায় ইসির ‘এসিড টেস্ট’

পরের সংবাদ

সিনেটে সমর্থন : বন্দুক আইন কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্রে

প্রকাশিত: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে শিগগিরই আইন তৈরি করতে যাচ্ছে দেশটির সরকার। মার্কিন সিনেটরদের একটি অংশ বন্দুক ব্যবহারে কড়াকড়ি আরোপের বিষয়ে একমত পোষণ করেছেন। খবর বিবিসি।
এ বিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত রোববার সিনেটরদের একাংশ বন্দুকের ব্যবহার নিয়ন্ত্রণে আইনি কাঠামো তৈরির বিষয়ে একমত হয়েছেন। ২০ জন সিনেটরের মধ্যে অর্ধেক ছিলেন রিপাবলিকান। সেখানে তারা ২১ বছরের কম বয়সিদের বন্দুক কেনা ও ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করেন। এছাড়া অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। অন্যদিকে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বন্ধে গত রবিবারও দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন হাজারো মানুষ।
গত ২৪ মে যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশুসহ ২১ জন নিহতের পর থেকেই আগ্নেয়াস্ত্র ব্যবহারে কড়াকড়ি আরোপের বিষয়টি সামনে আসে। এর আগেও দেশটিতে বিভিন্ন সময় বন্দুকদারির গুলিতে অসংখ্য মানুষ মারা গেছেন।
সিনেটররা বলেন, আমাদের শিশুদের জীবনের নিরাপত্তা নিশ্চিত, স্কুলগুলোকে নিরাপদ রাখতে এবং দেশজুড়ে সহিংসতা বন্ধে আমরা আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণের প্রস্তাব করছি। অধিকাংশ পরিবার তাদের শিশুদের নিয়ে চিন্তায় আছে। এ অবস্থায় আমাদের একত্রিত হয়ে এমন কিছু করা উচিত যাতে করে তাদের চিন্তা কিছুটা হলেও কমে যায়। একই সঙ্গে তারা মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানো ও দেশটির বিদ্যালয়ে নিরাপত্তা সরঞ্জাম বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এছাড়া পারিবারিক সহিংসতার সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে বিস্তর তদন্ত করতে হবে। তদন্তে পাওয়া সব তথ্য ডাটাবেজে রাখতে হবে। যাতে করে কেউ যখন দোকানে আগ্নেয়াস্ত্র কিনতে যাবে তখন তার বিষয়ে সব তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। বারবার বন্দুকধারীদের হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর আইন প্রণয়নে তাগিদ দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে এবার এ প্রস্তাব দিলেন সিনেটররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়