মির্জা ফখরুল : খালেদার কিছু হলে দায় নিতে হবে সরকারকেই

আগের সংবাদ

কুমিল্লায় ইসির ‘এসিড টেস্ট’

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আইনশৃঙ্খলা সভা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : আটোয়ারীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম। সভায় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. হুমায়ুন কবির, অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আ. কুদ্দুস, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সম্পাদক এ রায়হান চৌধুরী রকি প্রমুখ বক্তব্য রাখেন।

গাঁজাসহ আটক ১

মনপুরা (ভোলা) প্রতিনিধি : মনপুরায় সাড়ে তিন কেজি গাঁজাসহ মো. মিজান পাটোয়ারী নামক এক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ দল। গোপন সংবাদের ভিত্তিতে ভোলা থেকে মনপুরায় এসে এ অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম। পরে আটককৃত মিজানকে মনপুরা থানায় সোপর্দ করা হয়। গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ফকির বাজারের মো. মিজান পাটোয়ারীর মুদি দোকানে অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মো. মিজান পাটোয়ারী (৩২) উপজেলার চরফৈজুদ্দিন গ্রামের ৮নং ওয়ার্ডের মৃত রফিজল পাটোয়ারীর ছেলে।

সেমিনার

রংপুর প্রতিনিধি : রংপুরে পর্যটন মোটেলে গত রবিবার ইসলামিক ব্যাংকিং ধারণা ও কর্মকৌশল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট ও রংপুর শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন রংপুর কারমাইকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. মো. আমজাদ হোসেন। এতে গেস্ট অব অনার ছিলেন ব্যাংকের ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ডিজি মো. আব্দুল আউয়াল সরকার। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের বগুড়া জোনের জোনালপ্রধান ও ইভিপি এ এন এম মফীদুল ইসলাম। সভাপতির দায়িত্ব পালন করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. রংপুর শাখার শাখা ব্যবস্থাপক ও এভিপি মো. সাজেদুল ইসলাম।

ড্রেনের কাজ শুরু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া পৌরসভায় ৮৪৫ মিটার আরসিসি ড্রেন নির্মাণকাজের ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পৌর মেয়র জাহাঙ্গীর আলম এ ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, কাউন্সিলর আকরাম হোসেন, আবু বক্কর ছিদ্দিক, উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, প্রকৌশলী আসলাম হোসেন, দাউদ হাসান জাহেদী, কার্যসহকারী আব্দুর রহমান, মিজানুর রহমান, আব্দুস সোবহান, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মেসার্স স্মৃতি কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মোমিনুর রহমান তালুকদার পলাশ প্রমুখ।

মতবিনিময় সভা

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান বাড়াতে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের পিফোরডি প্রজেক্টের মাধ্যমে গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে পঞ্চগড় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)। সুপারিশের আলোকে সমস্যা সমাধানসহ কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান বাড়াতে শিগগিরই কার্যকরী পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও সিভিল সার্জন ডা. রফিকুল হাসান। পঞ্চগড় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ বিষয়ক কর্মশালা গতকাল সোমবার শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ। প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান লিয়াকত, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান।

বিদায় সংবর্ধনা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝিকরগাছা বদরউদ্দীন মুসলিম হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল যশোরের বিদ্যালয়ের অডিটরিয়াম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা পৌরসভা মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক হোসেন উদ্দীন হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়