মির্জা ফখরুল : খালেদার কিছু হলে দায় নিতে হবে সরকারকেই

আগের সংবাদ

কুমিল্লায় ইসির ‘এসিড টেস্ট’

পরের সংবাদ

যুবক গ্রেপ্তার : বাঘায় মিষ্টি কুমড়ার ভেতর ৩০০ গ্রাম হেরোইন

প্রকাশিত: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : বাঘায় ৩০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ মাসুদ মণ্ডল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, রাজশাহী। সে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের মাতু থান্দারের ছেলে। গত রবিবার রাত সাড়ে ৮টায় উপজেলার মীরগঞ্জ মোড়ে বাঘাগামী রাজা বাদশা নামের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৭৪৩) তল্লাশি করে তাকে গ্রেপ্তার করে। তার কাছে থাকা ব্যাগের মধ্যে মিষ্টি কুমড়ার ভেতর থেকে হেরোইন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে র‌্যাব।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানান, র‌্যাব বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সারণি ৮ (গ) ধারার মামলা রুজু করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়