মির্জা ফখরুল : খালেদার কিছু হলে দায় নিতে হবে সরকারকেই

আগের সংবাদ

কুমিল্লায় ইসির ‘এসিড টেস্ট’

পরের সংবাদ

বিএসএমএমইউতে গোলটেবিল বৈঠক : ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট কার্যক্রমে গুরুত্বারোপ

প্রকাশিত: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ব্রেইন ডেথ বা ক্লিনিক্যালি ডেথ একজন রোগী থেকে আটজনের প্রাণ বাঁচানো সম্ভব। ব্রেইন ডেথ একজন রোগীর দুটি কিডনি দুজনকে, একটি লিভার একজনকে, দুটি লাং দুজনকে, হৃদযন্ত্র একজনকে, অন্ত্র একজনকে, অগ্ন্যাশয় একজনকে দান করে জীবন বাঁচাতে পারেন। আর তাই ক্যাডাভেরিক (মৃত মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ) ট্রান্সপ্লান্ট কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করার পক্ষে মত দিয়েছেন বক্তারা।
গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কিডনিসহ অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজনবিষয়ক ‘জাতীয় ক্যাডাভেরিক কমিটি’র গোলটেবিল বৈঠকে বক্তারা এ মত দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ চলতি বছরই বিএসএমএমইউতে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট বাস্তবায়ন এবং আগামী ছয় মাসের মধ্যে লিভার ট্রান্সপ্লান্ট আবার শুরুর কথা জানান।
বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ক্যাডাভেরিক সেলের প্রধান ও প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালের সভাপতিত্বে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. মো. আশরাফুজ্জামান সজিব। এ সময় অর্গান ট্রান্সপ্লান্ট সোসাইটির সভাপতি কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন উর রশীদ, বিশ্ববিদ্যালয়ের নার্সিং এন্ড টেকনোলজিস্ট অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসতিয়াক আহমেদ শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টটি অন্যান্য ট্রান্সপ্লান্টের চেয়ে সহজ। ক্যাডাভেরিক একটি মহৎ কার্যক্রম। এ কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এ কার্যক্রম সফল করতে রোগীর পরিবারের সদস্যদের যেমন সহায়তা প্রয়োজন, তেমনি অঙ্গ-প্রত্যঙ্গ দানের উৎসাহ দানের ক্ষেত্রে ধর্মীয় নেতাদেরও এগিয়ে আসতে হবে। গণমাধ্যমের ভূমিকা এখানে অনেক বেশি। গণমাধ্যম যদি ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের গুরুত্ব প্রচার করে, তাহলে আমাদের কাজ সহজ হবে। জনগণও এতে উপকৃত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়