মির্জা ফখরুল : খালেদার কিছু হলে দায় নিতে হবে সরকারকেই

আগের সংবাদ

কুমিল্লায় ইসির ‘এসিড টেস্ট’

পরের সংবাদ

বাংলার প্রাচীর জিকো

প্রকাশিত: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল দলের আস্থার নাম আনিসুর রহমান জিকো। শারীরিক গড়নের জন্য পাড়ার ফুটবলে শৈশব থেকেই গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকত জিকো। পাড়ার গোলরক্ষক থেকে জিকো আজ বাংলাদেশ ফুটবল দলের প্রাচীর। যে কোনো দলের বিপক্ষে নিজেকে উজাড় করে দেন এই গোলরক্ষক। দৃঢ় প্রত্যয় ও আত্মবিশ্বাসের সুবাদে প্রতিনিয়ত নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। ২০২০ সালের ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে কক্সবাজারের এই বাজপাখির লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে। এরপর দ্বিতীয় ম্যাচেই মোকাবিলা করতে হয়েছে আসন্ন ফিফা বিশ্বকাপের আয়োজক কাতারের ফরোয়ার্ডদের। সেই ম্যাচে ৫-০ গোলে হারলেও জিকোর কারণে আরো ৭-৮ গোল থেকে বঞ্চিত হয়েছে কাতার। অভিষেকের বছরে শুধু এই দুই ম্যাচই খেলেছিলেন তিনি। এরপর ২০২১ সালে খেলেছে ১২ ম্যাচ। চলতি বছর এ পর্যন্ত ৫টি ম্যাচ গোলপোস্টে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গত ২৪ মার্চ ২ গোল হজম করলেও ঘরের মাঠে মঙ্গোলিয়ার বিপক্ষে একটি গোলও হজম করেনি জিকো। তবে সম্প্রতি ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচগুলোর জন্য আলোচনার শীর্ষে উঠেছে আনিসুর রহমান জিকোর নাম। গোলশূন্য ড্র হওয়া ম্যাচে অনায়াসে ২/৩ গোলের ব্যবধানে জয়ের সুযোগ ছিল ইন্দোনেশিয়ার। তবে আগ্রহের সঙ্গে খেলা দেখতে আসা ইন্দোনেশিয়ার সমর্থকদের হাসিমুখে ফিরতে দেননি জিকো। এরপর মালয়েশিয়ায় অনুষ্ঠিত বাছাইপর্বের পরপর দুই ম্যাচেই গোল পোস্টের নিচে জিকোর নজরকাড়া প্রাচীর ছিল। প্রায় শতধাপ এগিয়ে থাকা বাহারাইনের এই প্রাচীর ভেদ করতে বেশ ভুগতে হয়েছে। বাহারাইনের বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটের মধ্যে বাহরাইনের চারটি আক্রমণ গোলে পরিণত করতে দেননি গোলকিপার আনিসুর রহমান জিকো। ৯ মিনিটে কর্নার থেকে ডিফেন্ডার মোহাম্মদ বেনাদির হেড আনিসুর আটকান দারুণভাবে। ১৪ মিনিটে আরেকটি শট আটকান। ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া আলমালোদের শট আবারো ফিরিয়ে দেন জিকো। ২১ মিনিটে ডি-বক্সের একটু সামনে চেক রিপাবলিকে খেলা নাম্বার নাইন আবদুল্লাহ ইউসুফকে ফাউল করেন বিশ্বনাথ। খুব ভালো জায়গা থেকে ফ্রি-কিক পেয়েও গোল করতে পারেনি বাহরাইন। কমাইল হাসানের শট গোলকিপার ধরে নেন। ২৪ মিনিটে আব্দুল্লাহ হারামের দূরপাল্লার শট ফিস্ট করে ফেরান জিকো। ৩৪তম মিনিটে পরাস্ত হলেও সেখানে কিছু করার ছিল না জিকোর। এরপরও প্রথমার্ধে আরো তিনবার গোল হজম থেকে দলকে রক্ষা করেছেন। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে বাংলাদেশকে আরেকবার বাঁচান জিকো। বাংলাদেশের পাতা অফসাইড ফাঁদ ভেঙে জিকোকে একা পেয়ে যান বাহরাইনের আব্দুল্লাহ ইউসুফ হেলাল। তবে জিকোকে টপকাতে পারেননি তিনি। নির্ধারিত সময়ের মাঝে ৯ বার গোল থেকে বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশর এই বাজপাখি। বাহারাইনের বিপক্ষে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে প্রতিপক্ষের কোচও জিকোর প্রশংসায় পঞ্চমুখ হতে বাধ্য হয়েছেন। এরপর দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশের প্রতিটি ফুটবলার। সেখানেও ছিল জিকোর ভূমিকা। তুর্কমেনিস্তানের লম্ব দেহের ফুটবলারদের সঙ্গে কম উচ্চতা নিয়েও গোলপোস্টের নিচের একের পর এক শটকে রুখে দিয়েছেন তিনি। প্রতিপক্ষের কর্নার থেকে কোনো গোল হজম করতে দেননি দলকে। বাংলাদেশের ২৩ বছর বয়সি এই বাজপাখি দেশসেরা ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের জার্সিতে নিয়মিত খেলছেন। ২০১৮ সাল থেকে বসুন্ধরা কিংসদের অন্যতম সঙ্গী হিসেবে দলকে সাপোর্ট দিচ্ছেন। ফুটবল অঙ্গনে জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে’র নজরে আনিসুর রহমান জিকো প্রথম এসেছেন ২০১৮ সালে স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে। ১৪ ডিসেম্বর রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ওই ম্যাচে টাইব্রেকারে তার নৈপুণ্যে বসুন্ধরা ৩-২ গোলের জয় পায়। এরপর ঢাকা আবাহনীর বিপক্ষে ফাইনাল ম্যাচেও জিকো দুর্দান্ত পারফরমেন্স করেন। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে তার দল শিরোপা জিতো ৭-৬ গোলের ব্যবধানে। এরপর ২০১৯-২০ মৌসুমের এএফসি কাপেও নিজের প্রতি আলো কাড়েন তিনি। মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসের বিপক্ষে ওই ম্যাচে প্রতিপক্ষ দলের সাত সাতটি নিশ্চিত গোল ফিরিয়ে দেন বসুন্ধরার এ তারকা। মূল ম্যাচের খেলা গোলশূন্য ড্র হলে পেনাল্টি শুটআউটে তিনি টিসির চারজনের শট আটকে দেন। তার দল ম্যাচ জিতে যায় ৫-১ ব্যবধানে। বন্দরনগরী চট্টগ্রামের কক্সবাজারে ১৯৯৭ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। প্রিমিয়ার লিগে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭৩টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৭-১৮ মৌসুমের ৯ ম্যাচ খেলেছেন সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে। এরপর ২০১৮-১৯ মৌসুম থেকে বর্তমান পর্যন্ত ৬৪টি ম্যাচ খেলেছেন। এছাড়া বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপসহ অন্যান্য টুর্নামেন্টেও খেলেছেন তিনি।
– ইফতেখার শিমুল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়