মির্জা ফখরুল : খালেদার কিছু হলে দায় নিতে হবে সরকারকেই

আগের সংবাদ

কুমিল্লায় ইসির ‘এসিড টেস্ট’

পরের সংবাদ

নাগেশ্বরীতে মানববন্ধন : দ্রুত তীররক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ করার দাবি

প্রকাশিত: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : নাগেশ্বরীতে দুধকুমার নদের তীররক্ষা বাঁধ নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত রবিবার বিকেলে নদীভাঙন প্রতিরোধ বাস্তবায়ন কমিটির ব্যানারে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আনছারহাট আদর্শবাজার এলাকায় এ মানববন্ধনে অংশ নেন এলাকার নারী-শিশুসহ সহ¯্রাধিক মানুষ।
বক্তব্য রাখেন বামনডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, নদীভাঙন প্রতিরোধ বাস্তবায়ন কমিটির সভাপতি আতিক হাসান রাজা, পল্লী চিকিৎসক হাসান আলী, সাজেদুল ইসলাম সম্রাট ও লেবু মিয়া প্রমুখ। তারা বলেন, ঠিকাদাররা দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ নামমাত্র শুরু করে আবার বন্ধ রেখেছে।
এদিকে বৃষ্টি শুরুর পর থেকে তীব্র ভাঙন দেখা দিয়েছে নদে। গত কয়েক দিনে ভেঙেছে ফসলি জমি, বসতবাড়ি, মসজিদসহ বেশকিছু স্থায়ী স্থাপনা। তাই ভাঙন রোধে তারা দ্রুত তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ সম্পন্নের দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়