মির্জা ফখরুল : খালেদার কিছু হলে দায় নিতে হবে সরকারকেই

আগের সংবাদ

কুমিল্লায় ইসির ‘এসিড টেস্ট’

পরের সংবাদ

কৃত্রিম পায়ে দাঁড়িয়ে হাসি ফুটেছে জান্নাতের মুখে

প্রকাশিত: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : চার বছর আগে সিএনজিতে বাড়ি ফেরার পথে শিশু জান্নাতের পুরো পরিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হয়। প্রাণে বাঁচলেও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় জান্নাতের। শিশু বয়সেই চলাফেরার একমাত্র ভরসা হয়ে ওঠে স্ক্র্যাচ। এটিতে ভর করেই যেতে হতো মাদ্রাসায়। নিজ পায়ে হাঁটতে পারাটা স্বপ্ন হয়ে দেখা দেয় শিশুটির জীবনে। অবশেষে সেই স্বপ্ন পূর্ণতা পেল। কৃত্রিম পা সংযোজন করায় এখন নিজ পায়েই হাঁটতে পারছে ৮ বছরের শিশু জান্নাত। স্ক্র্যাচ ছাড়া হাঁটতে পারায় খুশির অন্ত নেই তার।
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা শিশুটির কৃত্রিম পা সংযোজনে সামগ্রিক সহায়তা করেছেন। জীশান মীর্জা বলেন, কৃত্রিম পা হলেও শিশু জান্নাত নিজের পায়ে হাঁটতে চেয়েছিল, আজ তার স্বপ্ন পূরণ হয়েছে। মেয়েটি কৃত্রিম পায়ে আমার কাছে দৌড়ে এসেছে, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। তিনি হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। শিশুটির বাবা সিলেটের জৈয়ন্তা থানার চিকনাগুল গ্রামের বাসিন্দা দিনমজুর পিতা কয়েস আহমেদ জানান, পুনাক সভানেত্রীর সহায়তায় জান্নাতকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটির নিজ পায়ে হাঁটার স্বপ্ন পূরণ করায় পুনাক সভানেত্রীর কাছে আমরা কৃতজ্ঞ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়