ওমর সানীকে গুলি করার হুমকি জায়েদ খানের

আগের সংবাদ

সংবাদ সম্মেলনে বিজিএমইএ : পাচার হওয়া অর্থ দেশে আনার প্রস্তাবে সমর্থন

পরের সংবাদ

শুদ্ধাচার পুরস্কার পেলেন বিটাক মহাপরিচালক

প্রকাশিত: জুন ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

২০২১-২২ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার প্রধানদের মধ্য থেকে শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনোয়ার হোসেন চৌধুরী। মোট ১০টি সূচকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তির ভিত্তিতে তিনি এ পুরস্কার অর্জন করেন। আনোয়ার হোসেন চৌধুরী ১৯৬৪ সালে বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। চাকরিরত অবস্থায় তিনি মাস্টার্স-ইন পাবলিক পলিসি এন্ড ম্যানেজমেন্ট (এমপিপিএম) ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালের ১ এপ্রিল সহকারী কমিশনার হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম ও ঢাকা কালেক্টরেটে সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী পরিচালক (স্থানীয় সরকার) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফেনী জেলার সোনাগাজী উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ইউএনও হিসেবে নিয়োজিত ছিলেন।
২০২০ সালের ১ অক্টোবর তিনি বিটাকের মহাপরিচালক হিসেবে যোগদান করেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়