ওমর সানীকে গুলি করার হুমকি জায়েদ খানের

আগের সংবাদ

সংবাদ সম্মেলনে বিজিএমইএ : পাচার হওয়া অর্থ দেশে আনার প্রস্তাবে সমর্থন

পরের সংবাদ

শাপলা মিডিয়ার ওপর নায়িকা শুভশ্রীর যে অভিযোগ

প্রকাশিত: জুন ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : ১০ জুন মুক্তি পেয়েছে শামীম আহমেদ রনি পরিচালিত ও শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমা ‘বিক্ষোভ’। এখানে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন প্রযোজক সেলিম খানের পুত্র শান্ত খান। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সিনেমার মূল নায়িকা কলকাতার শুভশ্রী কর। কিন্তু সিনেমাটির পোস্টারে শান্ত খানের সঙ্গে রাখা হয়েছে শ্রাবন্তীকে। বিভিন্ন বিলবোর্ডেও আছেন তারা দু’জন। কিন্তু মূল নায়িকা শুভশ্রীকে দেখা যায়নি কোথাও! শুধু তাই নয়, সিনেমা মুক্তি উপলক্ষে শিল্পীদের ভিডিও বার্তা প্রচার করেছে শাপলা মিডিয়া। শুভশ্রীর ভিডিও বার্তাও প্রচার করেনি শাপলা মিডিয়া। পোস্টার, ট্রেলার কিংবা প্রচার-প্রচারণার কোনো মাধ্যমেই তাকে গুরুত্ব দেয়া হয়নি বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন শুভশ্রী। এ প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘আমি আসলে জানি না কেন আমার ছবি পোস্টারে, বিলবোর্ডে রাখা হয়নি। আমি তো এই সিনেমায় শান্তর নায়িকা। নায়িকার ছবি কি পোস্টারে থাকার কথা না?’ শুভশ্রী গণমাধ্যমে বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার সঙ্গে কেউ কথাও বলেননি। আমি বুঝতে পারছি না, আমার সঙ্গে এমন কেন হলো? আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছি। অথচ আমার ছবিই কোথাও রাখা হয়নি। বিষয়টি ভেবে খুব খারাপ লাগছে। বাংলাদেশে প্রথম কাজ করে বাজে অভিজ্ঞতা হলো।’ শুধু তাই নয়, সিনেমাটিতে অভিনয়ের জন্য পূর্ণাঙ্গ পারিশ্রমিকও নাকি দেয়া হয়নি শুভশ্রীকে। টাকা চাওয়ার কারণেই নাকি তার ওপর ক্ষেপেছেন নির্মাতা ও প্রযোজক। নাকিয়া বলতে চাইছেন, এ কারণেই নাকি ইচ্ছাকৃতভাবে তাকে আড়াল করে রেখেছে শাপলা মিডিয়া। তবে এ ব্যাপারে ছবিটির পরিচালকের কাছে জানতে চাইলে তিনি জানান, তার কাজ সিনেমা নির্মাণ করা। সিনেমা মুক্তি, প্রচার-প্রচারণা এসবের দায়িত্ব প্রযোজকের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়