ওমর সানীকে গুলি করার হুমকি জায়েদ খানের

আগের সংবাদ

সংবাদ সম্মেলনে বিজিএমইএ : পাচার হওয়া অর্থ দেশে আনার প্রস্তাবে সমর্থন

পরের সংবাদ

ব্যাংকিং খাতের প্রথম সাইবার সিকিউরিটি সামিট শুরু

প্রকাশিত: জুন ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশে ব্যাংকিং খাতের প্রথম সাইবার সিকিউরিটি সামিট ঢাকায় শুরু হয়েছে। দেশের ৫০টিরও বেশি ব্যাংকের কর্মকর্তা দুই দিনব্যাপী এ সামিটে অংশগ্রহণ করছেন। এসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি) ব্যাংকারদের সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতন করতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে ‘বিল্ডিং সাইবার রেজিলিয়েন্স ফর ব্যাংকস’ শীর্ষক এই দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির গতকাল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধান অতিথি হিসেবে এই সামিটের উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়, এবিবি চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের এমডি এন্ড সিইও সেলিম আর এফ হোসেন, এবিবির ভাইস চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান, এবিবির ভাইস চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের এমডি এন্ড সিইও ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং এবিবির সেক্রেটারি জেনারেল ও স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি এন্ড সিইও খন্দকার রাশেদ মাকসুদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়