ওমর সানীকে গুলি করার হুমকি জায়েদ খানের

আগের সংবাদ

সংবাদ সম্মেলনে বিজিএমইএ : পাচার হওয়া অর্থ দেশে আনার প্রস্তাবে সমর্থন

পরের সংবাদ

বাংলাদেশ ব্লকচেইন সামিট অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশে প্রথমবার বাংলাদেশ ব্লকচেইন সামিট-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এই সামিটের মধ্য দিয়ে ব্যবসায়িক পেশাজীবীদের মধ্যে ব্লকচেইন দক্ষতা বৃদ্ধি পাবে। গত ১০ জুন ভিন্ন ৩০টি প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধির অংশগ্রহণে ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুরু হওয়া বাংলাদেশ ব্লকচেইন সামিটের প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, সরকার ইতোমধ্যেই একটি ব্লকচেইন-সক্ষম জাতি গঠনের লক্ষ্য নির্ধারণ করেছে। অনুষ্ঠানে বিশ্বের স্বনামধন্য ব্লকচেইন স্পিকাররা যুক্ত ছিলেন। থ্রাইভিং স্কিলস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ নুরুদ্দিন আহমেদের সভাপতিত্বে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান এবং বেসিসের সভাপতি রাসেল টি. আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রফেসর ড. মো. মামুন হাবীব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়