ওমর সানীকে গুলি করার হুমকি জায়েদ খানের

আগের সংবাদ

সংবাদ সম্মেলনে বিজিএমইএ : পাচার হওয়া অর্থ দেশে আনার প্রস্তাবে সমর্থন

পরের সংবাদ

পাঁচপীরের গণহত্যা নিয়ে বোদায় ‘তিষ্ঠ ক্ষণকাল’ মঞ্চস্থ

প্রকাশিত: জুন ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৭১-এর গণহত্যা-বিষয়ক নাটক ‘তিষ্ঠ ক্ষণকাল’ মঞ্চস্থ হয়েছে। গত শনিবার রাত ৮টায় জেলা শিল্পকলা একাডেমি রেপর্টারি নাট্যদল পঞ্চগড়ের পরিবেশনায় পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নাটকের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
জেলা প্রশাসক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন এমপি। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, পৌর মেয়র এড. ওয়াহেদুজ্জামান সুজা, পৌর আওয়ামী লীগ সভাপতি আবু মো. ইমতিয়াজ হোসেন মির্জা, পাঁচপীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় কুমার রায়, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. আবু তোয়বুর রহমান, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 
১৯৭১ সালে উপজেলার পাঁচপীরের গণহত্যার পটভূমিতে নির্মিত নাটক ‘তিষ্ঠ ক্ষণকাল’। স্বাধীনতাযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৩ এপ্রিল পাঁচপীর এলাকায় পাকহানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার বাহিনী এক গণহত্যা চালায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়