ওমর সানীকে গুলি করার হুমকি জায়েদ খানের

আগের সংবাদ

সংবাদ সম্মেলনে বিজিএমইএ : পাচার হওয়া অর্থ দেশে আনার প্রস্তাবে সমর্থন

পরের সংবাদ

গোলাম রহমান, সভাপতি, ক্যাব : দাম কমাতে চান না বিক্রেতারা

প্রকাশিত: জুন ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেছেন, প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যে শুল্কারোপ বা ভ্যাট আরোপ করা হয় সেসব পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করেন না ব্যবসায়ীরা। কিন্তু যেসব পণ্যের শুল্ককর ছাড়ের প্রস্তাব করা হয় তা কার্যকরের ঝুঁকি নিতে চান না ব্যবসায়ীরা। গতকাল রবিবার ভোরের কাগজকে তিনি এসব কথা বলেন।
গোলাম রহমান বলেন, দাম কমানোর ক্ষেত্রে বরাবরই ব্যবসায়ীরা কৌশলী। বাজেটে যেসব পণ্য ছাড়ের প্রস্তাব করা হয়, সেসব পণ্যের দাম কমানোর জন্য সংসদে বাজেট পাস হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকেন এবং কম দামে বিক্রির ঘাটতি মিটিয়ে মুনাফা করতে চান ব্যবসায়ীরা। যে কারণে সময়মতো দাম কমানোর সুফল পান না ভোক্তারা। তবে দাম বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গে বাড়তি দামে পণ্য কিনতে হয় ভোক্তাদের। তাই সরকারের এই বিষয়ে মনিটরিং বাড়ানো উচিত। যাতে জনস্বার্থে নেয়া সরকারের পদক্ষেপের সুফল ভোগ করতে পারেন সাধারণ ভোক্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়